জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া
কুষ্টিয়ায় প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালালেন হাজী বিরিয়ানির মালিক আলী। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ হাসান আলী (৬০), পিতা- মৃত আব্দুল গনি মন্ডল, সাং- হরিশংকরপুর, পৌর ১২নং ওয়ার্ড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। অত্র থানায় হাজির হইয়া এই মর্মে বিবাদী ১। মোহাম্মদ আলী (৩৬) মোবাঃ ০১৭৩৩-৪০০৬৩৭ (কুষ্টিয়া হাজী বিরিয়ানী দোকানের মালিক) পিতা- মোঃ মাজেদ আলী হাওলাদার, সাং- এল সি এ রোড, বাহাদুর খালী, আমলাপাড়া, কুষ্টিয়া এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছি যে, উক্ত বিবাদী পূর্ব পরিচিত থাকায় গত ২৬/০১/২০২৩ ইং তারিখে বিকাল অনুমান ৪.০০ ঘটিকার সময় আমার নিকট থেকে অনুরোধের সহিত ৬৭
কেজি খাসির মাংস নেয় যার বাজার মূল্য ৬৩৬৫০/- যাহা ১/২ দিনের মধ্যে দেওয়ার কথা থাকলে ও অদ্যবদি আমার টাকা পরিশোধ না করে উক্ত বিবাদী পলাতক হয়। এছাড়া বিবাদীর কাছে পুর্বের ৩২০০০০/- টাকা পাওনা আছি। অদ্য ২৮/০১/২০২৩ ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকার সময় আমার পাওনাকৃত নগদ টাকা আনতে গেলে আশ পাশের লোক মারফত জানতে পারি বিবাদী পলাতক, আমার মত কুষ্টিয়া শহরের আরো অনেকেরে টাকা আত্মসাৎ করে বিবাদী পালিয়ে যায়। যেমন মোঃ আব্দুল মালেক
মুদি খানা দোকান, বড় বাজার কুষ্টিয়া সদর, কুষ্টিয়া ৫০৪৪০৬/ টাকা এছাড়া, মোঃ খাইরুল ইসলাম মুরগীর দোকান, মিউনিসুপাল মার্কেট ২৯৫৮০০/- টাকা, আরিফুর ইসলাম টুটুল, ডিমের দোকান, বড় বাজার, কুষ্টিয়া ৫৩০০০/- টাকা বিবাদী আত্মসাৎ করে। আরও একজন ভুক্তভোগী মোঃ মুনজুরুল ইসলাম (৩৬), পিতা- মৃত বজলুর রহমান, সাং- ১৯ উপেন্দ্রনাথ চক্রবর্তী লেন, আমলাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। অত্র
থানায় হাজির হইয়া এই মর্মে বিবাদী ১। মোহাম্মদ আলী (৩৬) মোবাঃ 01733-400637 (কুষ্টিয়া হাজী বিরিয়ানী দোকানের মালিক) পিতা- মোঃ মাজেদ আলী হাওলাদার, সাং- এল সি এ রোড, বাহাদুর খালী, আমলাপাড়া, কুষ্টিয়া এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদী পূর্ব পরিচিত থাকায় গত ২৫/০১/২০২৩ ইং তারিখে সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার কাছ থেকে অনুরোধের সহিত নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ধার হিসাবে নেয়। যাহা ১০/১২ দিনের মধ্যে দেওয়ার কথা থাকলে
ও অদ্যবদি আমার টাকা পরিশোধ না করে উক্ত বিবাদী পলাতক হয়। এছাড়া বিবাদীর কাছে কুষ্টিয়া দৈনিক সুত্রপাত পত্রিকার অনুষ্ঠান উপলক্ষে খাওয়ারের জন্য নগদ ১৮০০০/- টাকা প্রদান করে অদ্য ২৮/০১/২০২৩ ইং তারিখে সকাল ১১.০০ ঘটিকার সময় খাওয়ার ডেলীভারী দেওয়ার কথা বলে নগদ টাকা নেয় । অতঃপর বিবাদীর কথা অনুযায়ী খাওয়ার আনতে গিয়ে জানতে পারি বিবাদী পলাতক, আমার মত কুষ্টিয়া শহরের আরো অনেকেরে টাকা আত্মসাৎ করে বিবাদী পালিয়ে যায়।