জুয়েল মাহমুদ উজ্জল, নিউজ ইনচার্জ
কুষ্টিয়ায় গোয়াল ঘর থেকে গলাই দড়ি প্যাচানো অবস্থায় এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন। ওই ছাত্রের নাম সিফাত(১১)। সে কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার অন্তর্গত হরিনারায়ণ পুর ইউনিয়নের রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার পদ্মানগর গ্রামের আমিরুল সদ্দারের ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, সিফাত গতকাল বিকেলে বাড়িতে তৈরি করা পিঠা খেয়ে ছাগলের ঘাস কাটার উদ্ধেশ্যে মাঠে যায়। কিছুক্ষণ পরে অল্প ঘাস নিয়ে বাসায় ফিরে গোয়াল ঘরে যায় ছাগলকে ঘাস দেওয়ার জন্য। কিন্তু সে গোয়াল ঘর থেকে বাহিরে এসেছে কিনা বিষয়টা পরিবারের অজানা ছিলো। রাতে সিফাতকে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে তার নিকটতম প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নেয়ার পরও তার কোন সন্ধান মেলেনি।
সিফাতের পরিবার জানান, পরবর্তীতে তারা গোয়াল ঘরে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিফাতকে দেখতে পেয়ে দ্রুত দঁড়ি কেটে মাটিতে নামিয়ে নিয়ে স্থানীয় এক ডাক্তারকে নিয়ে এসে দেখালে তিনি মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আজ সকালে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।