নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসার স্থাপনা ও খেলার মাঠ সহ জমি দখলের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল)
এলাকাবাসীর পক্ষে জানে আলম (৩৮) নামের এক ব্যাক্তি এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট থানার উপপরিদর্শক আব্দুল মালেক।
অভিযোগ সুত্রে জানা যায়, মেসার্স পিংকি এন্ড মাহবুবুর এন্টারপ্রাইজ নামের প্রথম শ্রেণীর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান যার সত্তাধিকারী নাটোরের বড়হরিশপুর এলাকার মাহাবুর রহমান (জেমস)। গত ৭ মাস জাবৎ ঠিকাদারী এই প্রতিষ্ঠানটি কালুহাটি দাখিল মাদ্রাসার কক্ষ, খেলার মাঠ অবৈধভাবে জবর দখল করে রেখেছে। যার কারণে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষা, পাঠদান ও খেলাধুলা একেবারে বন্ধ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণী কক্ষ, বারান্দা এবং খেলার মাঠে ঠিকাদারী কাজের বিভিন্ন রকমের সরঞ্জামাদী রাখা হয়েছে। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে ঠিকাদার মাহাবুর রহমান (জেমস) এর ব্যাবহৃত মোবাইল (০১৭১৩★★★★৮০) নম্বরে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনার বিষয়ে বিএনপি নেতা শাহিনুর রহমান কালুহাটি দাখিল মাদ্রাসার জমি দাতা দাবি করে বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঠিকাদার মাদ্রাসা ও হাইস্কুলের কিছু অংশ ৭ মাস যাবৎ ব্যাবহার করছেন। কে বা কারা তার কাছ থেকে টাকা নিচ্ছেন। ঠিকাদারকে বলা হয়েছিল কাউকে টাকা দিতে হবে না। যেহেতু মাদ্রাসা বন্ধ আছে জায়গার ন্যায্য ভাড়া দিয়ে তিনি ব্যাবহার করুক। আর ভাড়া বাবদ যে টাকা হবে তা মসজিদের কাজে ব্যাবহার করা হবে। কিন্তু ৭ মাস অতিবাহিত হেলও ঠিকাদার কর্ণপাত করেনি।
প্রতিষ্ঠানববন্ধ থাকায় এ বিষয়ে মাদ্রাসা সুপারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।