শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে প্রবাসীর বসতঘর জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ

উত্তর বাংলা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৫১ Time View

 

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটর ওসমানীনগরে এক প্রবাসীর বসত বাড়িতে হামলা চালিয়ে মূলবান আসভাবপত্র ভাংচুরসহ ঘর দখলের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করার সুযোগকে কাজে লাগিয়ে প্রবাসীর বসত বাড়িসহ অন্যান্য জায়গা জমি জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ করেছেন এক যুক্তরাজ্য প্রবাসী। রোববার সকালে বসতবাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে বলে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের মোঃ আলীর স্ত্রী যুক্তরাজ্যে প্রবাসী নুর জাহান বেগম। প্রবাসীর লিখিত অভিযোগের ভিত্তিত্বে সোমবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে সূত্রে জানা গেছে, দির্ঘদিন থেকে প্রবাসে থাকায় উপজেলার বড়ধিরাই গ্রামে নূরজাহান বেগমের বসত বাড়ি ও অনান্য স্থাবর সম্পত্তি দখল ও নানা ভাবে ক্ষতি সাধনের পায়তারা চালিয়ে যাচ্ছেন প্রতিবেশি ভূমিখেকো মুজ্জাম্মিল আলীসহ তার সহযোগিরা। গত ২৯ জানুয়ারী রবিবার সকাল ১০টার দিকে মুজ্জাম্মিল আলীর নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর বাড়িতে গিয়ে বাড়ির মূল ফটকে থাকা লাইট, গেইট ভেঙ্গে বসতঘরে হামলা চালায়। বসত ঘরে থাকা মালামাল ভাংচুরের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র উঠিয়ে নিয়ে যায়। এবং মিস্ত্রি দিয়ে বসত ঘরের ভিতরে দেয়াল নির্মানের বসত ঘরের দখল করে নেয়। এসময় বাড়ির কেয়ারটেকার মফিজ উল্লাহ তাদের বাঁধা দিলে তাকে এলোপাতারি মারপিট করে শাস্বরুদ্ধ করার চেষ্ঠা চালায় মুজ্জাম্মিল আলীসহ তাঁর লোকজন। স্থানীরা মফিজ উল্যাকে তাদের হাত থেকে রক্ষা করেন। পরবর্তীতে কেয়ারটেকার মফিজ উল্লাহর মাধ্যমে বিষয়টি জানতে পারে যুক্তরাজ্য থেকে অনলাইনের মাধ্যমে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী নূর জাহান। বসত বাড়ি ও স্থাবর সম্পত্তি রক্ষায় ও সন্ত্রাসী মুজ্জাম্মিলসহ তার সহযোগীদের কাছ থেকে বসত ঘর হতে ছিনিয়ে নেয়া মূল্যবান জিনিজপত্র উদ্ধারের পাশাপাশি দখলের উদ্দেশ্যে বসতঘরের মধ্যখানে নির্মানকৃত দেয়াল অপসরনের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোরদাবি জানান যুক্তরাজ্য প্রবাসী নূর জাহান।
এ বিষয়ে জানতে মঙ্গলবার সরেজমিনে অভিযুক্ত মুজ্জামিল আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই মকলেছুর রহমান বলেন,এটা তাদের পারিবারিক বিষয়, প্রবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। ঘরের নির্মানকাজ বন্ধ রেখে দুই পক্ষকে কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। উভয় পক্ষের কাগজপত্র যাচাই ও তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102