ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র নিয়ন্ত্রিত শাখার তালিকায় বান্দরবানের 'লামা উপজেলা' নতুন সংযোজন। আজ (১০ফেব্রুয়ারী'২৩) শুক্রবার, দুপুর ২.৩০ থেকে আইএবি হলরুমে মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লামা শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- বান্দরবান জেলা এর সংগ্রামী সভাপতি আলাউদ্দিন কারিমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি নেতা ছরোয়ার আলম কুতুবী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, "ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভবিষ্যত বাংলাদেশের জনকল্যাণকামী, ন্যায়পরায়ণ ও ইনসাফভিত্তিক নেতৃত্ব বিনির্মাণে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ প্রদত্ত শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে এ দেশের মাটিকে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে।"
তিনি আরো বলেন,"২০২৩ সেশনের নবগঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠার এই সংগ্রাম ও ইসলামী বিপ্লবের বার্তা অত্র উপজেলা প্রতিটি ছাত্র জনতার কর্ণকুহরে পৌছে দিতে হবে। শাসনব্যবস্থার ভঙ্গুরতা কাটাতে এতদঅঞ্চলের সচেতন শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগর ও পার্বত্য অঞ্চল ঘেষা, ধর্মপ্রাণ তাওহিদী জনতার প্রকাশ্য শত্রু-রাষ্ট্র মিয়ানমারের সীমান্তবর্তী এই অঞ্চলকে ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত করতে সর্বোচ্চ ত্যাগ ও সাহসিকতা নিয়ে নেতৃত্ব দিতে হবে।
বিশেষ অতিথি বক্তব্য শেষে সার্বিক পরামর্শ স্বাপেক্ষে ও সংগঠনের সিদ্ধান্তক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলার ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৩সালের নতুন নেতৃত্ব নিয়ে কমিটি ঘোষণা করেন। ২০২৩ সালের লামা উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে, আরিফুল ইসলাম ,সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন
,সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম গিয়াস উদ্দিন মনোনীত হয়েছেন। কমিটি ঘোষণার পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপজেলা সম্মেলন-২৩ সম্পন্ন হয়।