শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির পরিচয় পত্র বিতরণ

উত্তর বাংলা
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২ Time View

মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে জনগণের ন্যায্য অধিকার আদায়ে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, মিনাল আহমেদ চৌধুরী- সভাপতি।

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির পরিচয় পত্র বিতরণ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটি গঠন ও আইডি কার্ড ( পরিচয় পত্র) বিতরন অনুষ্টান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকায় জেলা ডাকবাংলো কার্যালয়ে হবিগঞ্জ জেলা কমিটিতে মোঃ মিনাল আহমেদ চৌধুরী’কে চেয়ারম্যান ও হেলাল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয় ও সকল সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে মিনাল আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন হিউম্যান রাইটসের সহ-সভাপতি রাব্বি আহমেদ চৌধুরী (মাক্কু), নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সহ-সভাপতি এম. মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক স্বপন রবি দাশ, কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়া, হিউম্যান রাইটস সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো: আব্দুল মুহিত, মো: শাহনূর হোসেন চৌধুরী সোহান, হারুন মিয়া, সোহেল মিয়া, আবু হোরায়রা মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল কদ্দুস সাগর, সুমন মিয়া, সুলতান মিয়া, সাংগঠনিক সম্পাদক নিউটন এসডি, ফয়েজ আহমেদ পারভেজ, বেলাল আহমেদ, কোষাধ্যক্ষ ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক সাজান মিয়া, আইন বিষয়ক সম্পাদক শিপন চৌধুরী, প্রচার সম্পাদক কাওছার মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ রুহেল আহমেদ ফজলু মিয়া, কুহিনূর রহমান, রিপন মিয়া, আবুল হোসেন, এম,আর,এফ টিভির জেলা প্রতিনিধি নূর মিয়া প্রমুখ। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা কমিটির চেয়ারম্যান মোঃ মিনাল আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে জনগণের ন্যায্য অধিকার আদায়ে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব সব থেকে বেশি। অনিয়ম, সন্ত্রাস, দুর্নীতি, বঞ্চনা ও স্বজনপ্রীতিসহ সব ধরনের অনৈতিক পন্থা থেকে সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সরে আসতে হবে। মানবাধিকারের পরিপন্থী সব ধরনের কর্মকাণ্ড পরিহার করতে হবে সর্বতোভাবে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সকল মানবাধিকার কর্মী কর্তৃক নিরলসভাবে কাজ করে জনমত গড়ে তুলতে হবে। মানুষকে মৌলিক মানবাধিকার আদায়ে সোচ্চার ও তৎপর হতে হবে। সবাইকে মানবাধিকারের বিষয়গুলো সম্পর্কে সচেতন করে তুলতে হবে। যাহাতে কেনো অসহায়, দরিদ্র মানুষ সহ দেশের কোনো নাগরিকদের আর হয়রানীর শিকার না হতে হয়, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে৷ পরিশেষে সভাপতি ও সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জি এম কেরামত আলী’র ও মহাসচিব মুহাম্মদ হোসাইনুজ্জান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত নেতৃবন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102