স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আড়ানী পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মনিরুল আযম জিনজু। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাঘা উপজেলা জামায়াতে ইসলামীর প্রকাশনা সম্পাদক সাহাদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঘা উপজেলা উত্তর থানা শাখার সভাপতি তারিকুল ইসলাম। এছাড়াও আড়ানী বাজারের সকল প্রকার ব্যাবসায়ি, চাকরিজীবী সহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জিন্নাত আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত শৃঙ্খলার সংগঠন, গন মানুষের সংগঠন।
জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
রমজানের পবিত্রতা রক্ষায় আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন ও সমাজটাকে সুন্দর করে গড়ার জন্য কাজ করবেন। রমজান মাস হলো রহমতের মাস এ মাসে আমাদের সকল কে সকল প্রকার গোনাহ থেকে বিরত থাকতে হবে। রমজান মাস গোনাহ মাফের মাস। সকল অন্যায় অত্যাচার জুলুম নির্জাতন মুলচ্ছেদ করে ঐক্যবদ্ধ ভাবে সমাজকে গড়ে তুলতে হবে।
বিশেষ করে রমজান মাসে সমাজে সুদ-ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে।।
নিজেদের সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে এবং সমাজের মানুষ কে বুঝিয়ে সুদের মত যঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা সুদ কে হারাম করেছেন আর ব্যাবসা কে হালাল করেছেন। আর যাদের ওপর যাকাত ফরজ হয়েছে তাদের কে অবশ্যই যাকাত প্রদান করতে হবে। যাকাত দিয়ে আপনার অর্থ হালাল করবেন।
যাকাত না দিলে সম্পদ কখনো হালাল হবে না। তাই সবার ফসলের যাকাত ও সকল সম্পদের যাকাত হিসেব করে দিতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বিনির্মানে দেশের সকল ভালো কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনারা সবাই জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে।
ইফতার মাহফিল শেষে মাওলানা জিন্নাত আলী আড়ানী বাজারের ব্যাবসায়িদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি হালাল ভাবে ব্যাবসাকে সামনের দিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং সকল কে হালাল ব্যাবসার আহবান জানান।