মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ
১৩/০২/২০২৫ বৃহস্পতিবার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (PBI) হবিগঞ্জ জেলায় আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
পরবর্তীতে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার, হবিগঞ্জ সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টারর্স কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত সহিংসতার ঘটনায় ৫ই আগষ্ট/২০২৪ পরবর্তী সময়ে সিলেট রেঞ্জ ও এসএমপি সিলেট এর আওতাধীন এলাকায় রুজুকৃত মামলা সমূহের সুষ্ঠু তদন্তের লক্ষ্যে গঠিত মেন্টর(পরামর্শক) কিমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল ইউনিটের অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।