জুয়েল মাহমুদ উজ্জল, সিনিঃ সহঃ সম্পাদক
অদ্য- ০৬ মার্চ, ২০২৫ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় কুমারখালী (কুষ্টিয়া) তে শহীদ আবরার ফাহাদ এর কবর জিয়ারত এবং শহীদ আবরার ফাহাদ জামে মসজিদ সম্প্রসারণ কাজের ফলক উন্মোচনসহ বেলা ১২.০০ ঘটিকায় কুষ্টিয়ায় “শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম” শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মহোদয়।
পরবর্তীতে বেলা ০২.০০ ঘটিকায় জেলা প্রশাসন, কুষ্টিয়ার আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম কুষ্টিয়ায় সরকারী কর্মকর্তা ও কর্মচারী, সুধীজন, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, কুষ্টিয়া, জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়াসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।