সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানার উদীয়মান নৃত্যশিল্পী রাজু শেখ (২৮) সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯’টায় মোটরসাইকেল যোগে দিনাজপুর যাওয়ার পথে ফুলবাড়ির লক্ষীপুর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। উপজেলার বাগজানা গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে রাজু। সে ১’পুত্র সন্তানের বাবা। সন্ধ্যায় তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও সহপাঠীরা কান্নায় ভেঙে পরেন। স্থানীয় ইউপি সদস্য রাজিয়া সুলতানা বলেন, দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে পরীক্ষার সনদপত্র নেয়ার জন্য মোটরসাইকেলের পিছনে বসে যাওয়ার সময় পিকআপ ভ্যান মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে রাজু সড়কের মাঝখানে পরে যায়। এসময় পিক-আপটি তার শরীরের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাগজানা নুপুরের ছন্দে একাডেমি নামে একটি নাচের স্কুল ছিল তার। নিত্য শিল্পী জয়, জয়নাল ও গানের শিল্পী সারাবান তহুরা তন্নী বলেন, রাজু বাংলাদেশ টেলিভিশন এটিএন বাংলা এনটিভি এসএ টিভি সহ বিভিন্ন টেলিভিশনের একজন নিয়মিত তালিকাভূক্ত নাচের শিল্পী ছিল। সে দেশের প্রতিটি জেলা সহ ভারতের কলকাতা শহরের মঞ্চেও নাচ করেছে। এছাড়া রাজু একাধিক স্কুল-কলেজের খন্ডকালীন নাচের শিক্ষক ছিলেন। একসঙ্গে অনেক মঞ্চে অনুষ্ঠান করেছি আজ থেকে তাকে আর পাব না বলে,হতাশা প্রকাশ করে কান্নায় ভেঙ্গে পরেন তার সহপাঠীরা।