ফাগুন এলো, ফুল ফুটল
তুমি শুধু নাই,
ভালোবাসা, মিছে আশা
এখন যে টের পাই।আসবে বুঝি, তাইতো খুঁজি
বাস্তবতা ভিন্ন,
অযথা তাই, বসে কাটাই
বন্ধু তোমার জন্য।গাছের পাতায়, সবুজ লতায়
কোকিলের গান শুনি,
তোমার তরে, চুপটি মেরে
আশার জালটি বুনি।ফাগুন এলো, জীবন পেলো
নতুন করে সবে,
আমার পরান, করে আনচান
তুমি কেন দুরে তবে?মিষ্টি হাওয়া, যায়না সওয়া
হায়রে অবুঝ মন,
আসবে না যে, নতুন সাজে
বৃথাই আয়োজন।ফাগুন এলো, শীত যে গেল
বাড়ল রোদের তাপ,
আজ মনে হয়, সব অভিনয়
তুমি মোর অভিশাপ।প্রাণ ফিরলো, ঘুম ভাঙলো
উঠলো ডেকে পাখি,
তোমায় বিনে, এই লগনে
কেমনে রবো সখি?ফাগুন এলো, পালিয়ে গেল
পুরাতন সব কিছু,
তোমার স্মৃতি, পুরানো গীতি
ছাড়ল না যে পিছু।আরেক ফাগুন, ফিরবে যেদিন
সেদিন তুমি এসো,
আসল্ না হয়, করে অভিনয়
একটু ভালবেসো।