মোঃ সাকিবুল হাসান বিজয়, দৌলতপুর কুষ্টিয়া।
একটি গাছ একটি প্রাণ, বৃক্ষ প্রেমী একজন দেশ প্রেমী।
গাছ লাগান পরিবেশ বাঁচান সেই শ্লোগানে একটি জমিও ফাঁকা না রাখি।
সমস্ত দুর্যোগ, তাপদাহ, পরিবেশের ভারসাম্য, অক্সিজেনের ঘাততি পূরণ করতে সক্ষম একমাত্র সবুজ বৃক্ষ তাই সবদিক বিবেচনা করে বেশি বেশি বৃক্ষরোপণ করুন। রাস্তার পথে প্রান্তরে বাড়ির ফাঁকা জায়গা সহ ফসলি জমির বিশেষ কিছু জায়গা সহ কোন জায়গায় ফাঁকা ফেলে রাখা যাবেনা।
মনে রাখবেন বৃক্ষ আপনাকে নিরাশ করবেনা, বৃক্ষ আপনাকে ছোট থেকেই উপকারিতাই প্রসারিত করবে।
যেমন যেদিন থেকে আপনি ১ টি বৃক্ষরোপণ করলেন সেদিন থেকে অক্সিজেনের ঘাততি থাকলনা, তাপদাহ প্রকটিত হলনা, বড় দূর্যোগের কবলে পরতে হবেনা, একটি বৃক্ষ পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত উপকারিতার শেষ নেই, বলে বোঝানো যাবেনা।
বৃক্ষ একটি সময় যেমন আপনাকে আর্থিকভাবে সহায়তা করবে তেমনি ঘরের আসবাবপত্র নিয়ে ভাবতে হবেনা।
এককথায় বৃক্ষের কাছে আমরা আজীবন ঋণী।
আর সবকিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।