আব্দুল কাইয়ুম.জয়পুরহাট:জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার হাট-বাজারে টোল আদায়ে অনিয়ম, ফুটপাত অবমুক্ত, যত্রতত্র, ভ্যান-বিক্সা, অটো রিক্সা দাঁড়ায়ে মানুষ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা সহ বিভিন্ন সমস্যা নিরসন ও স্মার্ট পৌরসভা গঠনে আজ শনিবার বিকেলে ভাষা সৈনিক মীর শহীদ মন্ডল পৌর কিচেন মার্কেট প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব। বক্তব্য রাখেন উপজেলা নাগরিক আহবায়ক এ.কে.এম মাহবুবুর রহমান টুকু, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র নূর হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোশাইদ আল-আমিন সাদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ প্রমুখ। এ মতবিনিময় সভায় পৌরসভার ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, কৃষক, আদায়কারী, ইজারাদার, সুশীল সমাজ প্রতিনিধি ও সাংবাদিক সহ সহশ্রাধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।