নিজস্ব প্রতিনিধিঃ
২০২২ সালের বিদায় লগ্নে রাজশাহীর বাঘা উপজেলার একই পরিবারের ৩ জন শিক্ষার্থী তাদের নিজ নিজ ক্লাসে ১ম স্থান অধিকার করে এলাকায় সাড়া ফেলেছে। জানা গেছে, উপজেলার আশরাফ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীতে ১ম হয়েছে সাবিহা তাবাসসুম মিনি, একই বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে ১ম হয়েছে সাদমান সরকার সোহান এবং খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে ১ম হয়েছে সাকিন সরকার। তারা বাঘার স্বনামধন্য “মামনি শিল্পী গোষ্ঠী ” র প্রয়াত কর্নধার আব্দুস সিদ্দিক সরকার (টাইগার) ও তাহমিনা বেগম এর নাতী নাতনি। এছাড়া তারা নিজ নিজ স্কুল ও ক্লাসে ২০২২ সালের সেরা আদর্শ ছাত্র ছাত্রী হিসাবে পুরস্কৃত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বাবা মা সহ পরিবারের সবাই কে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে নতুন বছরে তাদের হাতে পরবর্তী ক্লাসের নতুন বই তুলে দিয়েছেন প্রধান শিক্ষক সহ অতিথি বৃন্দ।
সোমবার ২ জানুয়ারী সকালে নতুন বছরের এ বই উৎসবের শুভ উদ্বোধন করেন গড়গড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রবিউল ইসলাম রবি। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম এর সভাপতিত্বে বই উৎসবে আরও উপস্থিত ছিলেন, খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, আশরাফ পুর ওয়ার্ড আওয়ামিলীগ এর সভাপতি ও ইউপি সদস্য মহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আরমান হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তবর্গ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, নতুন বছরের নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।