বিশেষ করে উনারা হলেনঃ
১) একজন নিবেদিত বিটিএফও/ বিএনসিসিও- পিইউও – টিইউও ক্যাটাকরিতে বিজয় দিবস প্যারেডের ক্যাডেটদের মনোমুগ্ধকর কুচকাওয়াজের জন্য বিএনসিসি কন্টিনজেন্ট এর প্যারেড কমান্ডার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ভুগোল বিভাগের বিভাগীয় প্রধান মেজর ড. সুলতান ফরিদ, বিএনসিসিও।
২) বেকা জাতীয় নির্বাহী পরিষদ হতে নিবেদিত মানবতাকর্মী , অসংখ্য সেবামূলক কার্যক্রমে সাথে জড়িত মোহাম্মদ নুরুল হুদা ডিউক
৩) বিভিন্ন প্রতিকুলতায় সৃষ্টিশীল কাজে অবৈতনিক শ্রমের মাধ্যমে ১৯৯৫ সনে বেকা নিউজ প্রকাশনা বিশেষ অবদান রাখায় তৎকালীন বেকা নিউজের সম্পাদক নুরুল্লাহ মাসুম।
৪) ইংরেজি ভাষা শিখিয়ে অসংখ্ এক্স ক্যাডেটকে বিদেশী সংস্থায় কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় বেকা কক্সবাজার ইউনিটের সভাপতি এক্স ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ মহিউদ্দীন মাহী।
৫)সুনামগঞ্জে ভয়ানক বন্যায় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এবং মানুষের জীবনরক্ষাসহ ক্ষতিগ্রস্হ বাড়ী নির্মাণে সহযোগিতায় বিশেষ অবদান রাখায় বেকা সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এক্স সিইউও #রফিকুল ইসলাম সাইদ।
৬) নিজে রক্ত প্রদান এবং অন্যদের রক্তদানে উৎসাহী করে মানুষের জীবন বাঁচানো বিশেষ অবদান রাখায় ঢাকার সরকারী সোহরাওয়ার্দী কলেজেট এক্স ক্যাডেট জান্নাতুল ফেরদৌস তন্নি।