বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি::
জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ শাহজাহান আলী বলেছেন, যাকাত হচ্ছে নামাজ রোজার মতই একটি ফরজ বিধান। যাকাতের মাধ্যমে ধনী গরিবের মধ্যে বৈষম্য দূর হয়। দেশে যাকাত ব্যবস্থা চালু করতে হলে কোরআনের শাসনের বিকল্প নেই। তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) স্থানীয় একটি রেস্টুরেন্টে হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা জামায়াতের সভাপতি ডাক্তার সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ সেক্রেটারি কাজী আব্দুর রউফ বাহার, মাওলানা লুৎফুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সহ সেক্রেটারি মাওলানা আব্দুল আহাদ, যুব বিভাগের সভাপতি মীর জমিলুন্নবী ফয়ছল, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা জামাল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরুল হক, মিরপুর ইউনিয়ন সভাপতি হারুনুর রশিদ, লামাতাসি ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম, বাহুবল সদর ইউনিয়ন সভাপতি হাফেজ জসিম উদ্দিন, সাতকাপন ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম, পুটিজুরী ইউনিয়ন সভাপতি আজিজুল ইসলাম সাকিব, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি সালিহীন হোসেন সাদি প্রমুখ।
#
মোছাঃ নিছপা আক্তার
বাহুবল হবিগঞ্জ জেলা প্রতিনিধি
২০/০৩/২৫