শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

ফাইতংয়ে অবসর জনিত বিদায়ী শিক্ষক আহমদ হোছাইন স্যারের রাজকীয় বিদায়

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৭১ Time View

 

নিজস্ব প্রতিবদেক ঃ
বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ডে অবস্থিত”খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের”সহকারী শিক্ষক আহমদ হোছাইন ও ২০২২ সালের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ (২২শে ডিসেম্বর-২২ইং)স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তপন কুমার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লামা বান্দরবান পার্বত্য জেলা। প্রধান মেহমান মোঃ ওমর ফারুক চেয়ারম্যান ৭নং ফাইতং ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি, মোঃ আব্দুল করিম জনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার লামা, মোঃ হাবিবুর রহমান,সভাপতি- বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি লামা উপজেলা শাখা। মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর)
ইউপি সদস্য ও সহ-সভাপতি খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি।। সঞ্চালনায় ছিলেন : মোহাম্মদ শফি, প্রধান শিক্ষক খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাক্তন ছাত্রদের বক্তব্যে বলেন,যেই শিক্ষকের পরম মমতায় আমরা শিখেছি যোগ, বিয়োগ,সমাজ ও বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান।অজপাড়া গাঁ’টা আজ স্যারদের প্রায় ৩৪বছরের অক্লান্ত পরিশ্রমে পরিণত হয়েছে একটি শিক্ষিত সমাজ।সেই স্যারের বিদায়ক্ষণে এসে আমরা আপ্লুত।আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করছি।

বিদায়ী বক্তব্যে আহমদ হোছাইন বলেন,যেই নগরে মানুষের বসবাস ছিল খুবই নগণ্য,পাহাড় আর জঙ্গলে ভরপুর,ছিলনা ইট কংক্রিটের রাস্তা, সেই ১৯৮৯সাল থেকে মাত্র ‘পাঁচশো পঁচিশ’ টাকার বেতনে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছিলাম,আজ ২০২২শে এসে প্রাণপ্রিয় বিদ্যালয় থেকে অবসরে যাচ্ছি।আমার চাকরী সরকারীকরণ হয় মাত্র ৯বছর পূর্বে।এই দীর্ঘ শিক্ষকতা জীবনে পেয়েছি অনেক গুণী মানুষ,পেয়েছি সহকর্মীদের ভালোবাসা।অসংখ্য ছাত্র/ছাত্রী উচ্চ শিক্ষা অর্জন করেছে।একটি সভ্য সমাজ হিসেবে পরিচিতি পেয়েছে এই এলাকা।তিনি আর ও বলেন,বিদায়ী মূহুর্তে এসে আমি আজ আবেগপরায়ণ,থমকে যাচ্ছে আমার কথা বলার ভাষা।আমার জন্য সবাই দোয়া করবেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ,অভিভাবক ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের-২০১৯সালের সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৪জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,হেলাল উদ্দীন (বি.এ)সভাপতি,বিদ্যালয় পরিচালনা কমিটি।
অনুষ্ঠান সমাপ্তির পর প্রাক্তন ছাত্রবৃন্দ স্যারকে শোডাউন করে পুরো এলাকা ঘুরিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেন।প্রবীণ এই শিক্ষকের বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102