রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ার পাঁচটি ইউনিয়নে ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারাভিযানে চললেও হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে মিঠাগঞ্জ ইউনিয়নে।
বৃহস্পতিবার বিকালে মেলাপাড়া আবাসনে হাত পাখা প্রতিকের প্রার্থীর উঠান বৈঠক চলছিলো। সেখানে হঠাৎ ৩০-৪০টি মোটরসাইকেল মহড়া দিয়ে হাজির হয় সাবেক কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী রুবেলের নেতৃত্বে একদল যুবক। তারা উঠান বৈঠকের পাশে দাড়িয়ে নৌকা নৌকা শ্লোগান এবং তাদের সাথে থাকা কিছু যুবক পাখার কর্মীদের প্রকাশ্যে হুমকি দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায় পাখার কর্মীরাও উঠে দাড়ালে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রায় আধা ঘন্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করে এবং নৌকার কর্মীদের ঘটনাস্থল থেকে সড়িয়ে দেয়।
পাখা প্রতিকের প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল খা জানান, তাদের কর্মীদের মোবাইলসহ প্রকাশ্যে হুমকি দিয়ে থামাতে না পেরে নৌকার প্রার্থীর ভাই কাজী রুবেল বহিরাগত লোক এনে আজ সভা বানচালের চেষ্টা করে। পুলিশ না থাকলে তাদের কর্মীদের হামলা চালাতো।
তবে কাজী রুবেল জানান, তারা প্রচারে নেমেছেন। তারা সভার পাশ দিয়ে যাওয়ার সময় পাখার শ্লোগান দিলে তারা বাইক থামিয়ে দেখেন। এছাড়া কিছু হয়নি।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ থাকায় কোস অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কোন প্রার্থীর কর্মীরা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন সুষ্ঠ করতে প্রতিটি ইউনিয়নে প্রশাসন সজাগ রয়েছে বলে জানান।