শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে জীনের বাদশা র‍্যাবের হাতে আটক

উত্তর বাংলা
  • আপডেটের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫৪ Time View

আব্দুল কাইয়ুম.জয়পুরহাট:
নিরীহ ও সহজ-সরল মানুষদের বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প সদস্যরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া এলাকা থেকে আটক করেছে ইমরান হোসেন (২৫) নামে কথিত জী্বনের বাদশাহ্কে। আটককৃত ইমরান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া গ্রামের হায়দার নগর পাড়ার মৃত আক্তার নবাব খানের ছেলে।আজ রোববার সকাল সারে ৮ টাার দিকে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করে জানান, কথিত জী্বনের
বাদশাহ্কে গতকাল সন্ধ্যায় আটক করে রাতে ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তার বিরুদ্ধে প্রতারনার মামলা দায়েরসহ তাকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়।
র‍্যাব জানায়, ইমরান দীর্ঘ দিন ধরে নিজেকে জী্বনের বাদশাহ্ পরিচয় দিয়ে দেশের বিভিন্ন
এলাকার সহজ-সরল মানুষদের তান্ত্রিক ঝাড়-ফোঁকের নামে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন। এ ছাড়া গুপ্তধন পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।
এ নিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তথ্য প্রযুক্তির সাহায্যে কথিত জ্বীনের বাদশা
প্রতারক ইমরান হোসেন কবিরাজের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পিতলের কলস, তাবিজ-কবজ সহ প্রতারণার বিভিন্ন উপকরণ জব্দ করা হয় বলেও জানান মেজর মোঃ মোস্তফা জামান।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102