নিজস্ব প্রতিবেদকঃ
পদ্মা নদীতে রাতে মাছ ধরতে গেলে কিছু সন্ত্রাসী নিরিহ জেলেদের জিম্মি করে অস্ত্রের মুখে অসহয় জেলেদের মাছ ধরার নৌকা অস্ত্র পিস্তল ধরে নির্যাতন করে ভুক্তভোগীগন সেখান থেকে রক্ষা পায় কৌশলে পালিয়ে আসেন ভূক্তভোগী ১. শ্রী রনজয় কুমার মন্ডল পিতা শ্রী হিরেন মন্ডল সাং চর মুক্তারপুর সরকার পাড়া ২. মোঃ আশিকুজ্জামান পিতা জামান উদ্দিন সাং ইউসুফ পুর ৩. শাকিল পিতা মোঃ হাবিবুর রহমান সাং চর মুক্তারপুর সরকার পাড়া সর্ব থানা চারঘাট।
এঘটনায় বাদী শ্রী রনজয় কুমার মন্ডল
একটি অভিযোগ করে চারঘাট থানায়।
৫ জনকে আসামী করে চারঘাট থানায় অভিযোগ করেন আর অজ্ঞত নামা ৩/৪ জন।
অস্ত্র ধারী সন্ত্রাসী হলেন ১। পাঞ্জা (৩৮) পিতা আফজাল উদ্দিন সাং ইউসুফ ২। আরিফ (৩০) পিতা শরিফুল ইসলাম সাং
৩। আগুন পিতা (২৩) পিতা শফিকুল ইসলাম ৪। মানিক ভাংড়ী (২৭) পিতা শিলু সাং মুক্তারপুর ৫। জরিপ (৩৮) পিতা সালাম সাং মুক্তারপুর পাইকেন পাড়া। সর্ব থানা চারঘাট ।
তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। বর্তমানে চিনহৃত মাদক সম্রাট । চারঘাট ইউসুবপুর, মুক্তারপুর এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা নিয়ন্ত্রন করে আসছে তারা অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী।
এই বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছেন পাঞ্জা ও আরিফ নামের দুই জন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি বিকাল বেলাতে জেলেরা মাছ ধরতে গেলে সন্ত্রাসী বাহিনী অস্ত্রীর মুখে মাছ ধরা নৌকায় জেলেদের জিম্মি করেন। টাকা না দিলে তাদেরকে নদীর তীরে মেরে ফেলার হুমকি ও ভয় ভূতি দেখান অস্ত্রধারী সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে চারঘাট উপজেলার চর ইউসুফপুর পদ্ম নদীতে।
এব্যাপারে চারঘাট থানার অফিসার ইনচার্জ অভিযোগ নিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।