নিজেস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা'য় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতা কমনায় আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন।
অদ্য ২২ আগস্ট (বৃহস্পতিবার ) দুপুর ২ ঘটিকায় মাদ্রাসা'র কনফারেন্স হলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা'র সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা'র স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুস সোবহান।
আল ফজল ছাত্র সংসদের জিএস জাবের আহমেদ এর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ জায়েদুল ইসলাম , ইসলামী সংগীত পরিবেশন করেন তাহমিদুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল ফজল ছাত্র সংসদের এ.জি.এস হাফিজ আব্দুল আজিজ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলিম উদ্দিন ও হাফিজ নাঈমুুর রহমান ।
আল ফজল ছাত্র সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভি.পি আবুল হাসান মো. আদনান এবং সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সোলায়মান আহমদ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেম অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক
মুফতি মাওলানা মঈনুল হক মুমিন, সহকারী মাওলানা জনাব শহিদুল ইসলাম মোশারফ সাহেব, সহকারী শিক্ষক জনাব জাকির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা'র সহকারী অধ্যাপক জনাব দ্বীন ইসলাম, মাও: ওয়ালি উল্লাহ প্রভাষক(আরবি).জনাব জামাত উল্লাহ, জনাব মইজ উদ্দিন,, মাওঃ শামসুল ইসলাম ও রাশেদা বেগম। আল ফজল ছাত্র সংসদ এর সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শুভ, সাহিত্য সম্পাদক মমিনুল হক, অর্থ সম্পাদক মুজাম্মিল হক মুবিন, প্রচার সম্পাদক ফরহাদ আহমদ রাসেল, সহঃ প্রচার সম্পাদক আবু সুফিয়ান কিবরিয়া ও সহঃ মহিলা সম্পাদিকা আদিলা সুলতানাসহ প্রমুখ।