জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
যুবলীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ। জীবনে এমন মার আর কোনদিন খাইনি এমনটাই বলেছেন তিনি।
কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে কুষ্টিয়া সদর উপজেলা ও জেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ থেকে ফেরার পথে আব্দালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বাদশা ও তার ভাস্তে অভিকে মারধরের অভিযোগ উঠেছে উজান গ্রামের আওয়ামী লীগের সেক্রেটারি বক্কারের বড় ছেলে ও তার লোকজন এর বিরুদ্ধে।
শনিবার ( ১৮ মার্চ) সন্ধ্যা ৭: ৩০ টার দিকে কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার আব্দালপুর ইউনিয়নের শাহাপুরের ৩নং ওয়ার্ডের মেম্বার বাদশা বলেন, সমাবেশ থেকে ফেরার পর গাড়িতে উঠাকে কেন্দ্র করে উজানগ্রাম আওয়ামীলীগের সেক্রেটারি বক্কার এর বড় ছেলে ও তার লোকজন মিলে আমাকে ও আমার ভাস্তে অভিকে বেধরক মারধর করে। এই সময় আমি বলি আমারে মারিস না, আমারে চিনিস না আমি আবদালপুরের বাদশা মেম্বার, আমারে আর মারিস না তারপরও আমার মাথায় হাতে মুখে ও সারা শরীরে এমনভাবে মারছে যে জীবনে আমি এমন মার আর কোনদিন খাইনি।
এ বিষয়ে আব্দালপুর ইউনিয়নের বাদশা মেম্বারের ভাস্তে অভি বলেন, আমি চাচার সাথে ছিলাম বলে আমাকেও মারধর করে। আমার পায়ের উপর ইট দিয়ে মেরে জখম করে। পায়ে খুব যন্ত্রণা করছে ভেঙ্গে গেছে কিনা এখনো জানিনা।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সদর উপজেলার যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বিষয়টি জানি, এখন অনেক লোকের ভেতর আছি পরে কথা বলব এই বলে ফোনটি কেটে দেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান থানায় এই বিষয়ে কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নিব।