জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া
কুষ্টিয়া ২৮-১২- ২০২২ ইং : বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক ভাবে আহত হওয়া সেই হনুমানকে বাঁচাতে পারলো না বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিম। বুধবার সকালে চিকিৎসা দেওয়া অবস্থায় কুষ্টিয়া শহরের রাজার হাটের ভিতরে শেষ নিশ্বাস ত্যাগ করে হনুমানটি। প্রসঙ্গ মতে, গত রবিবার বেলা একটার দিকে হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাম্বা থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে, হনুমানটির শরীরে তিন জায়গায় পুড়ে জখম হয় এবং মুখ সহ বিভিন্ন অংশের পশম পুড়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দিলে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ সভাপতি ও বিবিসিএফ কুষ্টিয়া টিমের লিডার দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলন ও সদস্য সাংবাদিক নাব্বির আল নাফিজ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিকভাবে ঘন্টা তিনেক চিকিৎসা সেবা দিয়ে আহত হনুমানটিকে সুস্থ করে তোলে। পরে মঙ্গলবার রাতে আবারো হনুমানটি বেশি অসুস্থ হয়ে গেলে বিবিসিএফ কুষ্টিয়া টিম বুধবার সকালে রাজারহাট এলাকায় পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আবারো হনুমানটিকে চিকিৎসা সেবা দেওয়ার এক ঘন্টার মাথায় আহত হনুমানটি মারা যায়। পরে বিকালে এলাকাবাসীর সহায়তায় কুষ্টিয়া মহাশ্মশানে হনুমান টির দাফন কার্য সম্পন্ন করা হয়।
এবিষয়ে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ সভাপতি ও বিবিসিএফ কুষ্টিয়ার টিম লিডার দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলন জানান, আমাদের দেশে পশু হাসপাতাল আছে কিন্তু পশুদের রেখে যে ট্রিটমেন্ট করতে হবে তার কোন ব্যবস্থা নেই, কোন পশুপাখিকে পশু হাসপাতালে নিয়ে গেলে তারা ওষুধ লিখে ছেড়ে দেয় বলে নিয়ে যান। আমাদের দেশের পশু হাসপাতাল গুলো শুধুমাত্র নামেই এখানে পশুদের নেই কোন বেডের ব্যবস্থা,রাখার ব্যবস্থা,নেই খাওয়ানোর ব্যবস্থা তাহলে পশু হাসপাতাল থেকে আমাদের লাভ হলো কি??? এই ধরনের সমস্যায় পূর্বে আমি অনেকবার পড়েছি তার ভুক্তভোগী আমি নিজেই,কাউকে সেবা দিয়ে সুস্থ করতে পেরেছি কেউ আবার বিদায় নিয়েছে চিরতরে।তাই আমার দাবী বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে পশু হাসপাতাল হবে যেখানে পশুদের চিকিৎসা থাকা-খাওয়া সব ব্যবস্থা থাকতে হবে তাহলে দেশের সকল অসুস্থ পশুপাখিদের বাঁচানো সম্ভব হবে,তা না হলে প্রকৃতির সন্তানেরা এভাবেই দিনে দিনে হারিয়ে যাবে।
এবিষয়ে বিবিসিএফ কুষ্টিয়ার টিমের সদস্য সাংবাদিক নাব্বির আল নাফিজ বলেন, আসলে কুষ্টিয়া শহর জুড়ে মাঝে মধ্যেই কারেন্টে শট খেয়ে হনুমান আহত বা নিহতের ঘটনা আমরা দেখতে পায়। এমনি একটা ঘটনা ঘটেছে রবিবার কুষ্টিয়া শহরের রাজার হাট এলাকায়। এলাকাবাসীর মারফতে আমরা জানতে পারি একটি হনুমান বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক ভাবে আহত হয়ে পড়ে আছে। এমন খবরের ভিত্তিতে আমি এবং আমার টিম লিডার মিলন ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চিকিৎসা সেবা দিয়ে হনুমান তাকে সুস্থ করে তুলি।পরে গতরাতে আবারও হঠাৎ করে হনুমানটি অসুস্থ হয়ে গেলে আমরা ফের বুধবার সকালে রাজার হাটের ভিতরে গিয়ে মুমূর্ষ অবস্থায় পায় হনুমানটিকে এবং সেবা দিতে থাকি প্রায় এক ঘন্টা চিকিৎসা সেবা দেওয়া অবস্থায় হনুমানটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বড্ড কষ্ট লাগে যখন দেখি আমাদের কুষ্টিয়া জেলার এত বড় একটি জেলায় যেখানে নামেই পশু হাসপাতাল আছে তবে সেখানে স্থায়ী চিকিৎসা দেওয়ার মত কোন ব্যবস্থা তাদের কাছে নেই। এটি আমদের বহু দিনের সমস্যা। বিগত দিনেও এমন সমস্যার সম্মুখীন আমাদের অনেক বার হতে হয়েছে। তাই আমাদের প্রকৃতি প্রেমীদের একটাই দাবি, আমরা একটি পশু হাসপাতাল করতে চাই। যেখানে আমরা বন্যপ্রাণীদের নিরাপদ চিকিৎসার অভয়-আশ্রম গড়ে তুলতে পারি।
এবিষয়ে বন অধিদপ্তর কুষ্টিয়ার রেঞ্জ অফিসারের সাথে কথা বললে তিনি বলেন, আমরা বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া টিমের মাধ্যমে জানতে পারি বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক ভাবে আহত হওয়া একটি হনুমান শহরের রাজার হাট এলাকায় আছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠায়। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দেখে আহত হনুমানটি মারা গিয়েছে। পরে এলাকাবাসীর সহায়তায় হনুমানটির দাফন কার্য সম্পন্ন করা হয়।