জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩ইং গ্রামীণ ব্যাংকের কুষ্টিয়া অঞ্চলের বারখাদা শাখার উদ্যোগে কেন্দ্র প্রধান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।অত্র শাখার অধীনস্থ কেন্দ্র প্রধানদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার (২০ ফেব্রুয়ারি ২০২৩ইং) সকাল ১০ টার সময় কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কুষ্টিয়া অঞ্চলের বারখাদা শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কেন্দ্র প্রধানদের দায়দায়িত্ব ও কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।এছাড়াও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা, গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য, বৃক্ষরোপণ কর্মসূচি, করোনা টিকা প্রদান,শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষা ঋণ,সংগ্রামী সদস্যদের (ভিক্ষুক) মাঝে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।গ্রামীণ ব্যাংক সরকারের পাশাপাশি বাংলাদেশে দরিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা পালন করছে।এছাড়াও গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণে সারাবিশ্বে একটি রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের কুষ্টিয়া এরিয়ার প্রোগ্রাম অফিসার গৌতম কুমার মজুমদার,বারখাদা শাখার শাখা ব্যবস্থাপক অমৃত মজুমদার, সেকেন্ড ম্যানেজার আবুল হাসান,অফিস সহায়ক বৃন্দ ও কেন্দ্র প্রধানগণ।