শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

কাল থেকেই যেসব এলাকায় বৃষ্টির পূর্বাভাস ধেঁয়ে আসছে জুঁই২

উত্তর বাংলা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৭৭ Time View

জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

আপডেট সারাদেশ, ১৪ মার্চ ২০২৩।। ধেঁয়ে আসছে দেশের দিকে মাঝারি শক্তিশালী বৃষ্টিবলয় জুঁই২। এটি চলতি বছরের দ্বিতীয় বৃষ্টিবলয়, যে বৃষ্টিবলয়ে দেশের অনেক স্থানে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতেপারে। এটি একটি প্রায় পূর্ণাঙ্গ মাঝারি শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টিবলয়।
সময়সূচি : ১৫ ই মার্চ থেকে ২৩ শে মার্চ ২০২৩ পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের অধিকাংশ এলাকায়।
সক্রিয়তা: বেশি আক্রান্ত, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ। মাঝারি আক্রান্ত, ঢাকা, খুলনা বিভাগ। কিছুটা কম আক্রান্ত, বরিশাল ও দক্ষিণ চট্টগ্রাম বিভাগ।
নাম : মাঝারি শক্তিশালী বৃষ্টিবলয় জুঁই২
টাইপ : ক্রান্তীয় বৃষ্টিবলয়।
ক্যাটাগরিতে : প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।

নোট : বৃষ্টি বলয় জুঁই২ চলাকালীন সময়ে বেশি আক্রান্ত এলাকায় বেশিরভাগ সময়ই কয়েকদফা বৃষ্টি থাকতেপারে। ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি প্রবল বজ্রপাত থাকতেপারে।

বিবরন : এই বৃষ্টি বলয়টি ১৫ ই মার্চ দেশে প্রবেশ করতেপারে, ও আগামী ২৩ শে মার্চ দেশ ত্যাগ করতেপারে। এখানে বৃষ্টি বলয়টি ১৫ ই মার্চ রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিম অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতেপারে। ও আগামী ২৩ শে মার্চ, কক্সবাজার ও সিলেট দিয়ে দেশত্যাগ করবে।

সবচেয়ে বেশি বৃষ্টি হতেপারে ১৯, ২০ ও ২১ শে মার্চ। এখানে বৃষ্টিবলয়টি ১৬ ই মার্চ কিছুটা দূর্বল থাকতেপারে। বৃষ্টিবলয় জুঁই২ চলাকালীন সময়ে বায়ুচাপের তারতম্যের কারনে দেশের কিছু এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় হতেপারে ও কিছু স্থানে ছোটখাটো টর্নেডো হওয়ার আশঙ্কা থেকে যায়।

আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন, হটাৎ উত্তর পশ্চিম আকাশে মেঘ, তারপর দমকা হাওয়া এরপর বৃষ্টি তারপর আকাশ পরিস্কার। এটাই বৃষ্টি বলয়ের অন্যতম বৈশিষ্ট্য। এই বৃষ্টি বলয়ে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।
মেঘের গতিপথ : পশ্চিম উত্তর -পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ- পূর্ব দিকে। এবং মাঝে মাঝে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে।

জুঁই২ কেনো আসছে? একটি পশ্চিমা লঘুচাপ এর জন্য জুঁই২ সৃষ্টি হতেপারে, ও একইসঙ্গে বঙ্গপোসাগরে একটি উচ্চচাপ সৃষ্টি হতেযাচ্ছে। এরফলে ঐ উচ্চচাপ বলয় হতে দেশের আভ্যন্তরে জলীয়বাষ্প প্রবেশ করবে এবং পশ্চিমা শীতল বায়ুর সাথে মিলন ঘটিয়ে কনভারজেন্স তৈরির মাধ্যমে এই বৃষ্টি বলয়ের সৃষ্টি করছে।
বৃষ্টিবলয় জুঁই২ ” চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ সক্রিয় থাকবে না ইনশাআল্লাহ।

জুঁই ২ চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর অধিকাংশ সময়েই নিরাপদ থাকতেপারে। তবে স্থানীয় কালবৈশাখীর জন্য সাময়িক সময়ের জন্য উত্তাল হতেপারে কোন কোন এলাকা।
জুঁই ২ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যাবে ইনশাআল্লাহ।

আসুন একনজরে দেখেনেই জুঁই২ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।

Dhaka 50mm

Rangpur 70mm

Rajshahi 65mm

Mymensingh 80mm

Sylhet 95mm

Khulna 40mm

Barishal 35mm

Chittagong 20mm

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় জুঁই ২ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

সিলেট। ৯৫+

সুনামগঞ্জ। ৯০+

হবিগঞ্জ। ৮০+

মৌলভীবাজার। ৭০+

রংপুর, ৭০+

দিনাজপুর, ৬৫+

ঠাকুরগাঁও। ৬০+

পঞ্চগড় ৮০+

নীলফামারী ৭০+

লালমনীরহাট। ৭০+

কুড়িগ্রাম। ৯০+

গাইবান্ধা ৬৫+

জয়পুরহাট। ৭০+

নওগাঁ ৬০+

বগুড়া ৬৫+

চাঁপাইনবাবগঞ্জ। ৫৫+

রাজশাহী ৭০+

নাটোর। ৬০+

সিরাজগঞ্জ। ৭০+

পাবনা ৬৫+

খুলনা(উত্তর), ৪৫+

খুলনা(দক্ষিণ), ৬০+

সাতক্ষীরা(উত্তর) ৪০+

সাতক্ষীরা(দক্ষিণ) ৫৫+

বাগেরহাট(উত্তর) ৪০+

বাগেরহাট(দক্ষিন) ৫০+

যশোর, ৫০+

নড়াইল। ৫০+

মাগুরা ৫০+

ঝিনাইদহ। ৫৫+

চুয়াডাঙ্গা ৫৫+

মেহেরপুর। ৫৫+

কুষ্টিয়া ৬৫+

বরিশাল, ৩৫+

পিরোজপুর। ৪০+

ঝালকাঠি ৩০+

পটুয়াখালী ২৫+

বরগুনা ২৫+

ভোলা ২০+

চট্টগ্রাম, ৩৫+

ফেনী ৩৫+

লক্ষ্মীপুর ৩০+

চাঁদপুর। ৩৫+

কুমিল্লা ৪০+

ব্রাহ্মণবাড়িয়া ৪৫+

খাগড়াছড়ি ৫০+

রাঙ্গামাটি ২৫+

বান্দরবান। ২০+

কক্সবাজার। ১৫+

নোয়াখালী, ২৫+

ঢাকা ৬০+

গোপালগঞ্জ। ৪৫+

মাদারীপুর। ৪৫+

শরিয়তপুর ৫০+

ফরিদপুর। ৪৫+

রাজবাড়ী ৪৫+

মানিকগঞ্জ। ৫০+

মুন্সীগঞ্জ। ৫৫+

নারায়ণগঞ্জ। ৫০+

নরসিংদী ৪৫+

গাজীপুর। ৬০+

টাঙ্গাইল। ৫৫+

কিশোরগঞ্জ। ৬৫+

ময়মনসিংহ। ৭৫+

জামালপুর। ৮০+

শেরপুর। ৯০+

নেত্রকোনা ৮০+

কলকাতা (পশ্চিমবঙ্গ) ৩০ মিলিমিটার।

এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতেপারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতেপারে।
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় জুঁই২ সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।
পরবর্তী বৃষ্টি বলয়ের নামঃ জুই ৩

নোট : সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102