নিজস্ব প্রতিবেদকঃ আশিক হাসান সীমান্ত রাজবাড়ী
ঢাকাঃ প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ভুমিহীন ও গৃহহীন
পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান’ কর্যক্রমের আওতায় আর ও ২৬ হাজার ২২৯ টি ঘর দেওয়া হচ্ছে।
আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী এ-সব ঘর হস্তান্তর করবেন।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস।
তিনি বলেন, আগামী ২১ জুলাই ২৬ হাজার ২২৯ টি গৃহ
মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হস্তান্তরিত হবে।
তিনি বলেন, আগামী ২১ জুলাই ২৬ হাজার টি গৃহ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হস্তান্তরিত হবে।
এছাড়াও নির্মাণাধীন রয়েছে ৮ হাজার ৬৬৭ টি গৃহ।
মুখ্য সচিব আরও জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চলতি ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত বরাদ্দকৃত মোট একক গৃহের সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৮৫ হাজার ১২৯ টি।
এই পর্যন্ত একক গৃহের জন্য বরাদ্দকৃত অর্থের পরমান হচ্ছে ৪ হাজার ২৮ কোটি ৯৬ লক্ষ টাকা।
সরকার এ কার্যক্রমের ফলে দুটি জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন।