মাহফূজুল করিম,লামা প্রতিনিধি আজ ১১ মার্চ ২০২৩ইং(শনিবার) লামা উপজেলার আজিজনগর চিওনীপাড়ার এলাকায় পাগল কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রি করতে গেলে তা জব্দ করে ধ্বংস করা হয়েছে। চিওনীপাড়া গ্রামের দাউদ শেখ তার পালিত গরুটি পাগলা কুকুরে কামড়ানোর পর পার্শ্ববর্তী কাউকে না জানিয়ে শনিবার ভোরে কসাই আব্বাস উদ্দিনের নিকট বিক্রি করে। শনিবার সকালে আজিজনগর বাজারে মাংস বিক্রেতা (কসাই) আব্বাস উদ্দিন মাংস বিক্রি করতে গেলে তাৎক্ষনিক ভাবে স্বাস্থ্য সহকারী ও ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোঃ শাহজালাল আজিজনগর ইউনিয়ন পরিষদের সহায়তায় গরুর মাংস জব্দ করে তা ধ্বংস করেন। গরুর মালিক দাউদ শেখ আজিজনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত মঈন উদ্দিন শেখের পুত্র।তার বাড়ি চিওনী মাষ্টার পাড়ায়। জানতে চাইলে শাহজালাল বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীনকে অবহিত করলে তিনি বিস্তারিত তদন্ত করে ক্রেতা বিক্রেতা উভয়কে হুশিয়ারী স্বরুপ মুচলেকা নিয়ে মাংশগুলো মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন।কুকুরে কামড়ানো এ গরুটির সারা শরীরে জলাতঙ্ক বিরাজ করেছে এবং এটি খেলে মানুষের শরীরে ও জলাতঙ্ক ছড়াবে এমনটাই জানিয়েছেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহজালাল। জব্দকৃত মাংস সমূহ গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়েছে। মাটিতে পুতে ফেলার সময় স্যানেটারি ইন্সেপেক্টর শাহ জালাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লামা, গ্রাম পুলিশ, মিজানুর রহমান,ও গ্রাম পুলিশ মোঃ জাকারিয়ার উপস্থিতিতে পুতে ফেলা হয়েছে।