শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে আর্জেন্টিনা ভক্তরা উল্লাস ও মিছিল করছে।

উত্তর বাংলা
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

 

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

আর্জেন্টিনা ভক্তদের উল্লাসে মেতেছে, দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর কাতার বিশ্বকাপের ফাইনালে কাপ পেয়েছে ফেভারিট আর্জেন্টিনা দল। এই অর্জনে লালমনিরহাটের আর্জেন্টিনা ভক্তরা উল্লাস করেন দীর্ঘস্থায়ী ।

সোমবার ১৯ ডিসেম্বর বিকেলে লালমনিরহাট পৌরসভা থেকে মেয়র, তার পরিবার ও সাধারণ জনগণ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। আর্জেন্টিনা দলের আকাশি-সাদা জার্সি পরিহিত সমর্থকরা পিকআপ ও মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে মিলিত হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজন হাত নেড়ে শুভেচ্ছা জানান।

আয়োজক কমিটির আহ্বায়ক মেয়র রেজাউল করিম স্বপন বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের ভক্ত। সমর্থকদের আরও উৎসাহ দিতে তিনি এই মিছিল বের করেছেন। যতদিন বেঁচে থাকবেন, আর্জেন্টিনা দলকে সমর্থন করবেন।

মিছিলে আর্জেন্টিনার শত শত সমর্থক ভুভুজেলা ও ড্রাম বাজিয়ে, জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে উল্লাস প্রকাশ করে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102