আব্দুল কাইয়ুম.জয়পুরহাট:
পাঁচবিবি হাট- বাজার ইজারা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে নাগরিক কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব আজ ১৩ই মার্চ সোমবার পাঁচবিবি প্রেসক্লাবে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে লিখিত বক্তব্যে তিনি জানান,
গত ৯ মার্চ ২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার পাঁচবিবি নাগরিক কমিটির ব্যানারে বালিঘাটা হাট-বাজারের ইজারা নিয়ে একটি মিথ্যা ও উদ্দেশ্যে মূলক সংবাদ সম্মেলন করা হয়। যা আমার দৃষ্টিগোচর হয়েছে।
একটি প্রভাবশালী শক্তির ছত্রছায়ায় বিগত পৌরসভা নির্বাচনে আমার নৌকা মার্কার বিরুদ্ধে সরাসরি বিরোধিতাকারী এবং মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী লোককে নিয়ে মনগড়া একটি নাম সর্বস্ব নাগরিক কমিটি গঠন করে কার্যক্রম চালাচ্ছে।কোন নাগরিকের মতামত না নিয়ে নাগরিক কমিটির নাম ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে আমাকে হেও করেছেন এবং আমার সুনাম ক্ষুন্ন করেছেন। আমি এইসব মিথ্যা তথ্য পরিবেশন এর জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, প্রতিবছর বাংলা বৈশাখ মাসের দু মাস আগে হাট বাজারের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশ ও অবগতির জন্য নিয়ম অনুযায়ী যে যে জায়গায় যেভাবে পাঠানো দরকার বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক,পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি প্রদান করা হয়। এছাড়াও পূর্বের ইজাদার ও পৌরসভার নোটিশ বোর্ডে, টাঙ্গিয়ে দেওয়া হয় এবং স্থানীয় এবং জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়। যে সকল জায়গায় বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তার রিসিভ কপি এবং পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো কপিও পৌরসভায় সংরক্ষণ করা আছে।
উল্লেখ্য যে, সরকারি নিয়ম অনুযায়ী গত ৩ বছরের গড় ইজারামূল্যের সাথে অতিরিক্ত ৬ পার্সেন্ট যোগ করে যে মূল্য নির্ধারণ হয়েছে সর্বোচ্চ দরদাতা ও তার থেকেও বেশি দর দাখিল করেছেন নিয়ম অনুযায়ী দরপত্র মূল্যায়ন কমিটি প্রাপ্ত দরপত্র যাচাই-বাছাই করে সর্বোচ্চ দরদাতাকে প্রদান করেছেন। নিয়ম অনুযায়ী দরপত্র মূল্যায়ন কমিটিপ্রাপ্ত দরপত্র গুলি যাচাই বাছাই করে সর্বোচ্চ দরদাকে এই জায়গা প্রদান করেছেন এবং পরবর্তীতে পৌর পরিষদের মাসিক সভায় তা অনুমোদন হয়েছে। তারা আমার সাথে কোন কথা না বলে আমাকে কোন অভিযোগ না করে জেলা প্রশাসক মহোদয়ের নিকট এসবের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা নিষ্পত্তির আগেই আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমাকে হেয় করে মিথ্যা তথ্য পরিবেশন করে। আমি এবং আপনাদের বুঝতে অসুবিধা হবার কথা নয় যে, তারা শত বিরোধিতা করেও আমাকে পরাজিত করতে না পেরে তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কর্মকাণ্ডে লিপ্ত আছেন। আপনারা জানেন, পাচবিবি পৌরসভা ১২ বছর পূর্বে কি ছিল?একটি ভবন পর্যন্ত ছিল না।আমি নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে জায়গা ক্রয় করে ভবন নির্মাণ করি। জননেত্রী শেখ হাসিনা সারাদেশে যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন সেই উন্নয়নের ধারাবাহিকতায় পাঁচবিবি পৌরসভায় ডাক্তার বিপ্লবী আব্দুল কাদের চৌধুরী পৌর পার্ক সহ প্রশস্ত আর সি সি রাস্তা, ড্রেন এবং উত্তরবঙ্গের মধ্যে একমাত্র সর্ববৃহৎ দুটি মার্কেটসহ মহান মুক্তিযুদ্ধ চেতনাকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য মুক্তিযুদ্ধের জাদুঘর ও সংরক্ষণশালা এবং ভাস্কর্য নির্মাণসহ নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখার জন্য ক্রিকেট ও ফুটবলের পৃষ্ঠপোষকতা, সাংস্কৃতিক চর্চার জন্য থিয়েটার ও লাইব্রেরী সহ ব্যতিক্রমী কিছু কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এইসব কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য যে সময় এবং মানসিকতা প্রয়োজন হয় তা একজন স্বার্থপর কিংবা লুটপাটকারির পক্ষে সম্ভব নয়। এইসব কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য গভীর মনোযোগ,অত্যন্ত ন্যায় ও সততার মধ্য দিয়ে কঠোর পরিশ্রম ও স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য ছুটে চলতে দিনরাত্রি পরিশ্রম করতে হয়। অথচ এসবের কোন দরকার না করে এসব সাফল্যের যারা ঈর্ষান্বিত তাদের মস্তিষ্ক থেকে যেসব বানোয়াট ও মিথ্যা ভুয়া তথ্য পরিবেশন করে আমার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করে কিছু স্বার্থন্বেষী মহল যে সাংবাদিক সম্মেলন করেছেন এসব তথ্য সঠিক নয়। সঠিক নিয়ম মেনে বালিঘাটা হাট বাজারের ইযারা সম্পন্ন করা হয়েছে। যা আপনাদের জ্ঞাতার্থে এবং তা আপনাদের কাগজে প্রকাশের জন্য এই প্রেস বিজ্ঞপ্তিটি প্রদান করলাম।
ধন্যবাদান্তে
মোঃ হাবিবুর রহমান
মেয়র ,পাঁচবিবি পৌরসভা