রাসেল মোল্লা কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি সম্প্রসারণন বিভাগের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে মঙ্গলবার সকল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রবি/২০২২-২৩ মৌসুমে উফশী বোরো এবং হাইব্রিড ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত শাহিনা পারভীন সীমা, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির।
উল্লেখ্য উফশী বোরো ধান চাষী ১৫০০জন ও হাইব্রিড বোরো ধান চাষী ২০০০ জন চাষীদের মাঝে রবি/২০২২- ২৩ মৌসুমে প্রণোদনা দেওয়া হবে।
২০.১২.২২