নিউজ ডেক্স
এক,দুই,তিন করে ক্যালেন্ডারের পাতা উল্টোনোর মাধ্যমে ২০২২ ইংরেজি সনকে বিদায় দিয়ে আসছে ২০২৩ ইংরেজি। ১ লা জানুয়ারি সুচনা হল নববর্ষের।
পুরাতনকে পাল্টে জায়গা করে নিচ্ছে ২০২৩ সাল। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাই।ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভ কামনা। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সাংবাদিকদের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনুক। পুরনো বছরের ভুলগুলো শুধরে সমস্ত ইতিহাস থেকে ভালো ভালো শিক্ষা গ্রহণ এবং অতীতের সফলতা-ব্যর্থতাকে পুনর্মূল্যায়নের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সামনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হবে।
এক প্রশ্নের জবাবে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বলেন, ই-প্রেস ক্লাব সাংবাদিকদের স্বাবলম্বী করার প্রত্যয়ে কাজ করে। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে উন্নত তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করন সহ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বের অংশীদার হতে সচেষ্ট। তিনি আরো বলেন নতুন বছরেই সুচনা হোক সাংবাদিকদের স্বর্নযুগ। এই প্রত্যাশা করি।
জানা যায়, নতুন বছরে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য স্মার্ট আইডি কার্ড এর ব্যবস্থা করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি বিকাল ৩'০ টা এক অনাড়ম্বর অনুষ্ঠানে আধুনিক তথ্যপ্রযুক্তি ভিত্তিক স্মার্ট কার্ড বিতরনের শুভ উদ্বোধন করা হবে।