মোশাররফ হোসেন, ছাতকঃ
খেলাফত মজলিস কেন্দ্রীয় ঘোষিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে ছাতক উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে জাউয়া বাজার আকিল কমিউনিটি সেন্টারে আজ এক গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন এদেশের জনগণের হাতে হাতকড়া লাগিয়ে এই সরকার থেমে থাকিনি এই সরকার শেষ পর্যন্ত মানুষের বাকস্বাধীনতাও কেড়ে নিয়েছে। খেলাফত মজলিসের ৮ দফা দাবী এটা জনগণের দাবী। জনগণের ভোটের অধিকার এবং ভাতের অধিকার আদায় করতে হলে রাজপথের আন্দোলনের কোন বিকল্প নেই।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় সহ ইনচার্য অধ্যক্ষ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সদরুল আমিন, সহ সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, দারুল হাদীস শাখাইতি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ, সাদারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খয়ের, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন জসীম, মাওলানা নুরুল ইসলাম, জেলা নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, জেলা দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা ফারুক আহমদ, জেলা যুব মজলিসের আহবায়ক ফারুক আহমদ জাবেদ, সিলেট জালালাবাদ থানা শাখার সভাপতি হাফিজ কামরুল ইসলাম, উপস্থিত ছিলেন ছাতক উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা সালেহ আহমদ, মাওলানা মুফাজ্জল আলী, মাওলানা আমজদ আলী, হাফিজ আজিজুল হক, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমদ।
আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা জুনাইদ আহমদ, ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল লতিফ। ছাতক উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও জাউয়া বাজার ইউপি শাখার সভাপতি মো: জহিরুল ইসলাম, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক ও উত্তর খুরমা ইউপি শাখার সভাপতি মো: ইমাম উদ্দিন মামুন, বায়তুলমাল সম্পাদক ও ভাতগাও ইউপি শাখার সভাপতি মো: তোফায়েল আহমদ, সহ বায়তুলমাল সম্পাদক ক্বারী নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, অফিস সম্পাদক মুফতি আব্দুর রব, সমাজকল্যাণ সম্পাদক ইয়াহইয়া খান মাহবুব, যুব বিষয়ক সম্পাদক হা. মাওলানা তহুর আহমদ নুমান, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমদ, পাঠাগার সম্পাদক হাফিজ আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য ক্বারী আব্দুল্লাহ আল মামুন, মাওলানা লুৎফুর রহমান, মো: সমরাজ আলী। বক্তব্য রাখেন ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো: আব্দুর রহমান, দক্ষিণ খুরমা ইউপি শাখার সভাপতি ক্বারী মাওলানা রশিদ আহমদ, ছাত্র জমিয়ত ছাতক উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হেলাল আহমদ।
আরও উপস্থিত ছিলেন জাউয়াবাজার ইউপি শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আলী আকরাম, মাওলানা শিব্বির আহমদ, মো: আলী সুজন, সাইদুল হাসান রুকন। চরমহল্লা ইউপি শাখার সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ সভাপতি মাওলানা জাহিদ হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ হারুন, আতিক মিয়া, সেলিম আহমদ, ক্বারী আব্দুস সবুর প্রমূখ।
সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল জাউয়া বাজার মহা সড়ক পদক্ষিণ করে জাউয়া বাজার জামে মসজিদের সামনে মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।