সাংবাদিক ও লেখকঃ আশিক হাসান সীমান্ত
.
আমরা সবসময়ই ঐ মানুষটাকে বেশি প্রাধান্য দেই যাকে আমরা ভালোবাসি... অপরদিকে যে মানুষটা আমাদের ভালোবাসে তার দিকে ঠিকমতো ফিরেও তাকাই না... মানুষ সর্বদাই যা খুব সহজে পেয়ে যায় তার মূল্য দিতে চায় না... তাকেই বেশি গুরুত্ব দেয় যার কাছে তার গুরুত্ব কম !!
.
মানুষের জীবনে প্রথম প্রেমটা হয় সাধারণত ভুল মানুষের সাথে... আর ঐ ভুল মানুষটাকেই অধিকাংশ মানুষই সঠিক মানুষ মনে করে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে যায়... যার ফলে সময়ের সাথে সাথে একদিন সেই প্রেমটা আর থাকে না... শুরু হয় প্রেমের প্রতি ঘৃণা !!
.
জীবনে প্রথম প্রেমে ধোঁকা খেয়ে বেশিরভাগ মানুষই দ্বিতীয়বার সম্পর্কে জড়াতে চায় না... আবার কেউ কেউ ভালোবাসা শব্দটাকে বিশ্বাস করতে ভুলে যায়... অথচ মানুষ বুঝতে চায় না সবার ভালোবাসা মিথ্যে হয় না... সবাই ভুল মানুষ হয়ে আসে না... কেউ কেউ সঠিক মানুষ হয়েই আসে !!
.
সাধারণত অধিকাংশ মানুষের জীবনে সত্যিকারের ভালোবাসাটা একটু দেরীতে এসে ধরা দেয়... কারো দ্বিতীয়, তৃতীয় কিংবা কারো চতুর্থ প্রেমে এসেও সে সঠিক মানুষটাকে পেয়ে যায়... তবে খুব কম মানুষের জীবনেই প্রথম প্রেমটা সঠিক মানুষের সাথে হয় !!
.
একজন নারীর জীবনে প্রথম প্রেমিক হতে পারাটা সৌভাগ্যের বিষয়... তেমনিভাবে একজন পুরুষের জীবনকে শেষ প্রেমিকা হতে পারাটাও সৌভাগ্যের বিষয়... জীবনে সঠিক মানুষের দেখা পেলে প্রথম কিংবা শেষ যে প্রেমই আসুক না কেনো, সেটাই বড় পাওয়া !!
.
এই মুহূর্তে যে মানুষটা আপনার জীবনে আছে তাকে গুরুত্ব দিন, হতে পারে মানুষটা আপনার জীবনে সঠিক মানুষ... তবুও যদি নতুন কারোর জন্য এই মানুষটাকে হারিয়ে ফেলেন, তবে সেটা হবে আপনার জন্য দূর্ভাগ্য... জীবনে সঠিক মানুষ পেতে হলে ভাগ্য থাকতে হয়... ভাগ্য ছাড়া সবার কপালে সঠিক মানুষ মেলে না !