নষ্ট করেছি অনেক সময়
অবহেলা অনাদরে,
যতই চেষ্টা করি না কেনো
পাব না আর ফিরে।
রং তামাশা আড্ডাবাজিতে
সময় করেছি পার,
সেসব দিনে ফিরব আবার
নেইকো উপায় তার।
নষ্ট করেছি চলার পথটি
শুধুই কাঁটায় ভরা,
সামনে যাব কি করে আমি ?
হবেনা পিছনে ফেরা।
যাকে দেখে দেখে পথ চলেছি
সে ছিল মিথ্যা মায়া,
মাঝ পথে সে আমাকে ফেলে
কোথায় হলো হাওয়া ?
নষ্ট করেছি আমার আগামী
ভুল সে পথে চলে,
বলবো কোথায় মনের কথা
সে রইল অন্তরালে।
আঁধার পথে চলতে চলতে
শুধু হোঁচট খেলাম,
সুখের বাজারে সওদা করে
দুঃখ কিনে নিলাম।
নষ্ট করেছি সাধের জীবন
আর পাবনা ফিরে,
মাঝ নদীতে বসে রইলাম
ফিরব কখন তীরে?
আশা ভরসা সবই ছিলো
পথ ছিলো না ঠিক,
মোর আকাশের তারাগুলো
করে না ঝিক মিক।
নষ্ট করেছি জীবনের আলো
অন্ধকারেই থাকি,
বুঝিনি আমি বুঝতে পারিনি
কাকে দিলাম ফাঁকি।
আলেয়ার পিছে চলতে গিয়ে
করেছি জীবন নষ্ট,
অনেক কিছুই করতে চেয়েছি
কেউ হলো না তুষ্ট।