ফুল ফোটেনি গাছের ডালে
কিবা তাতে হলো?
হাড় কাপানো শীতের মাঝে
ফাগুন এসে গেল।
কোকিলের সুর যায়না শোনা
নেই ভাবনা কারো,
ফাগুনের গান গাইছে সবাই
ঠান্ডায় জড়ো সরো।
নেইকো গাছে সবুজ পাতা
রয়েছে মনে ঢং,
আসল কাজে যায়না পাওয়া
তবুও সাজি সঙ।
থাকলে ঘরে শীত যে ধরায়
রোদ্রে গেলে গরম,
শীতের কাপড় জড়ালে গায়ে
রবি দেয় যে সরম।
ঋতুর রাজা একলা এলো
কিন্তু রানী কই ?
পাখ পাখালী নিরব কেনো
করছেনা হইচই।
মৌমাছি আর প্রজাপতি
পায়না খুঁজে ফুল,
এমনি করেই রহে চলমান
বাধবে হুল স্থুল।
ধরণী সাজিবে নতুন সাজে
আমরা হবো মুগ্ধ,
শীতের জড়তা কাটিয়ে উঠে
হাওয়া বইবে স্নিগ্ধ।
ফাগুন আসুক চেনা রুপে
আমরা সেটা চাই,
মনে শান্তি বিরাজ করিলে
তার মত সুখ নাই।