সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছালাখুর পুকুরপাড়া ছাত্র একতা ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী সোমবার বিকেলে ছালাখুর পুকুরপাড়া মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
চৌধুরী মৎস হ্যাচারীর পরিচালক মাহমুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল,ন্যাশনাল ব্যাংক পাঁচবিবি পিসিএল এর ব্যবস্হাপক মোঃ সুজন, রুপালী ব্যাংক লিঃ পিএলসি মোলামগাড়ী শাখার ব্যবস্থাপক এসএম রুহুল আমিন , কুসুম্বা বিএনপি নেতা শামীম মন্ডল, শালাইপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সড়াইল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ লুৎফর রহমান সহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ।
খেলায় আহসান হাবিব ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে রেঁনেসা ক্লাব পাঁচবিবি চ্যাম্পিয়ন হয়।
খেলাটি পরিচালনা করেন সাদ্দাম হোসেন। তাকে সহযোগিতা করেন
মশিউর রহমান শাহিন, আশিকুর রহমান মিশুক।