কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া ঈদগাহ মোড় চত্বরে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাঈদ আনসারী বিপ্লব চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায়, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গড়ে উঠেছে মানবতার ঘর।
মানবতার ঘরে ঝুলছে অন্যের রেখে যাওয়া কাপড়। ঝুলিয়ে রাখা কারো অপ্রয়োজনীয় কাপড়ে স্বস্তি খুঁজে নিচ্ছেন সমাজের নিম্নবিত্তের মানুষেরা।
অসহায় শীতার্ত ও দুস্থ অসহায়দের জন্য স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের এক মহতী উদ্যোগ ‘আপনার অপ্রয়োজনীয় কাপড় এখানে রাখুন এবং আপনার প্রয়োজনীয় কাপড় এখান থেকে নিয়ে যান।
স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ঘর তৈরি করেছে। এদিকে বিবেকবান ও দানশীল মানুষকে আকৃষ্ট করছে এসব মানবতার ঘর। অনেকেই স্বেচ্ছায় দেয়ালে তাদের ব্যবহৃত আবার কেউবা অব্যবহৃত কাপড় ঝুলিয়ে রাখছেন। হতদরিদ্র শীতার্তদের চোখে ঘর থেকে নেওয়া কাপড়ই যেন ছড়াচ্ছে মানবতার উষ্ণতা।
বড়গাংদিয়া ঈদগাহ মোড় চত্বরে মানবতার ঘর থেকে নিজের প্রয়োজন অনুযায়ী কাপড় নিতে পেরে আনন্দিত কাদের মিয়া। তিনি বলেন, গরিব মানুষের জন্য মানবতার ঘর খুব ভালো উদ্যোগ। এখান থেকে দুইটা প্যান্ট আর একটা সোয়েটার নিয়েছি। শীতে সাড়া ফেলেছে মানবতার ঘর।
স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক তাশফীন আব্দুল্লাহ জানান, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের দেওয়া শীতবস্ত্র অনেক শীতার্ত মানুষই পান না। আবার অনেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শীতবস্ত্র নিতে অস্বস্তি বোধ করেন। কিন্তু মানবতার ঘর থেকে কাপড় নিতে কারো কোনো সমস্যা নেই। এমনকি যারা সহায়তার কাপড় ঝুলিয়ে রাখছেন, তারাও স্বস্তি বোধ করেন।