সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আধুনিক পলি মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন ইমাম এরফান হোসেন । সে উপজেলার উচিতপুর গ্রামের আফজাল হোসেনের পুত্র। বেকারত্ব ঘুচাতে তিনি ফেব্রুয়ারি মাসে উচিতপুর গ্রামের আম্বলতলী নামক স্থানে নিজের ১৫ শতাংশ জমিতে ৩ হাজার টাকায় ১ হাজার চারা সংগ্রহ করে পলি মালচিং পদ্ধতিতে মরিচ চাষ শুরু করেন। সরেজমিনে গেলে মরিচ চাষী ইরফান বলেন,কাঁটাপুকুর গ্রামে একটি মসজিদে ইমামতি করি। তেমন কোন আয় না থাকায় উপজেলা কৃষি বিভাগের পরামর্শে পলি মালচিং পদ্ধতিতে মরিচ চাষ শুরু করি। নিয়মিত পরিচর্চার মাধ্যমে মাত্র ৫ মাসের মধ্যে বাম্পার ফলনের মুখ দেখি। আগে একটু দাম কম হলেও বাজারে এখন ১৮০ টাকা কেজি দরে পাইকারি এই মরিচ বিক্রি করছি। ইতিমধ্যে লক্ষাধিক টাকার মরিচ বিক্রি করেছি। বর্তমানে এখনও ভরপুর ফলন হচ্ছে। এরফানের এই পলিমালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষ দেখে আরো আগ্রহী হয়ে উঠেছেন আশপাশে গ্রামের অনেক চাষী ও বেকার যুবক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন,আধুনিক পলি মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষীদের আমরা আমাদের কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান করছি। এই পদ্ধতিতে মরিচ আবাদ করে যে অধিক লাভবান হওয়া যায় সেটি এরফান হোসেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত।