জুয়েল মাহমুদ উজ্জল, পরিচালক উত্তরবাংলা সংবাদ।
কুষ্টিয়ার মিরপুরে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল রেলওয়ে ব্রিজ এলাকায় আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আজিজ পোড়াদহ ইউনিয়নের বেলগাছি এলাকার মৃত আতর মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ নামে এক বৃদ্ধর ঘটনাস্থলে মৃত্যু হয়।
নিহতের ভাতিজা মুস্তাকিম বলেন, আমার চাচার মাথায় সমস্যা ছিল। গতকাল (শনিবার) বাড়ি থেকে রাগারাগি করে বের হলে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রোববার সকাল ৯টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। পরে পোড়াদহ জিআরপি থানায় এসে আমার চাচার লাশ সনাক্ত করি।
এর আগে গতকাল (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিজিবি সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের পাশে ফুলবাড়ীয়া মাঠ নামক স্থানের রেললাইনের ওপর থেকে ট্রেন থেকে পড়ে গিয়ে আব্দুল হালিম বিশ্বাস (৬০) নামের এক দিনমজুর মারা যান।