মুহাম্মদ আফজাল হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি:
পুরুষ ও মহিলাদের (এএইচএফ) জুনিয়র কাপ নারী হকি টুর্নামেন্টে খেলতে ২৮ সদস্যের বাংলাদেশ দল যাচ্ছে সিঙ্গাপুরে।
তাদের সাথে সুনামগঞ্জ থেকে যাচ্ছেন সুনামগঞ্জের মেয়ে নাদিরা তালুকদার ইমা। সে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামের সন্তান।তার পিতা মুসলিম তালুকদার মাতা মাজেদা তালুকদার। পরিবারে নয় ভাই বোনের মধ্যে সবার ছোট সে। ছোট বেলা থেকে হকি খেলার প্রতি ছিলো তার ভীষণ টান। ভীমখালী উচ্চ বিদ্যালয় থেকে ৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে এবং বর্তমানে সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপির) দশম শ্রেণীতে লেখাপড়া করছে।
১৪-২৩ জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ভিসা পাওয়া সাপেক্ষে ১২ জুন রাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে মেয়েদের। টুর্নামেন্টে একটিই পুল রয়েছে। যেখানে সাতটি দেশ সিঙ্গেল লিগ ভিত্তিতে একে অন্যের বিপক্ষে খেলবে।
২৮সদস্যের মধ্যে ২৫ জন খেলোয়াড় ও বাকি তিনজন কোচ ও কর্মকর্তা।
দেশগুলো হলো-চাইনিজ তাইপে, হংকং, চায়না, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, বাংলাদেশ ও স্বাগতিক সিঙ্গাপুর। এই টুর্নামেন্টটি জুনিয়র এশিয়া কাপের বাছাইপর্ব। ১৫ জুন থাইল্যান্ড, পরদিন হংকং, ১৮ জুন শ্রীলংকা, পরদিন চাইনিজ তাইপে, ২২ জুন ইন্দোনেশিয়া, পরদিন স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে লাল-সবুজের মেয়েরা।