শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে বিএনপি দম্পতির হজ্জ যাত্রায় দোয়া মাহফিল।। পাঁচবিবিতে হাজী সম্মেলন অনুষ্ঠিত।। পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুতসহ ডিজিটাল জালিয়াতি অপরাধ চক্রের সাথে জড়িত ০৪ জন আটক সোনার মানুষ গড়তে হলে নবীর আদর্শকেই অনুসরণ করতে হবে.. ডাঃ ফজলুর রহমান সাঈদ ।। পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের /২৫ এর শুভ উদ্বোধন।। পাঁচবিবিতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়।। পাঁচবিবিতে আয়মারসূলপুর ইউনিয়ন ওলামা বিভাগের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। নিখোঁজ এরফানের মরদেহ ধরলা নদী থেকে উদ্ধার পাঁচবিবিতে ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।। লামায় ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর্তুগাল (বেজা’র ) সংবর্ধনা অনুষ্ঠিত।

উত্তর বাংলা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ Time View

স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর্তুগাল (বেজা) শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ মারুফ সরকার। পর্তুগাল (বেজা) বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও দেশটির বিভিন্ন এলাকার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাসিব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য এবং জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও পর্তুগাল এর তরুন সমাজ সেবক ভিলা নোভা দ্যা মিলফন্টেস এর বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক,পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির ১ম সাধারণ সম্পাদক,পর্তুগাল দোয়ারা বাজার উপজেলার আহ্ববায়ক,পর্তুগাল বেজা,বিএনপির প্রধান উপদেষ্টা, সাবেক পর্তুগাল সেচ্ছাসেবক দলের সফল যুগ্ন আহ্ববায়ক কাজী ইব্রাহীম (ইবু) ,উপস্তিত ছিলেন বেজা,বিএনপির সিনিয়র সহ সভাপতি ,কামিল আহমেদ সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার, পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা তানভীর তারেকসহ আরও অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে মারুফ সরকার বলেন, পর্তুগাল বিএনপির প্রতিটি নেতাকর্মী আমার প্রাণ, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতির সকল কর্মকাণ্ড চলবে। তিনি আমাদের যে ৩১ দফা দিয়েছেন, এগুলো নিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। যখনই আমাদের নেতা ডাক দিবেন, তখন আমরা সবাই সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাবো।

তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বির্নিমানে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের নিয়ে কাজ করবো। আমাকে বেজা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ৮ জন উপদেষ্টা মন্ডলির সদস্যসহ মোট ৯১ সদস্য বিশিষ্ট বেজা শাখা কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেয় পর্তুগাল বিএনপি। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয় নান্দাইলের মোহাম্মদ মারুফ সরকারকে। গত বছরের ৩১ আগষ্ট পর্তুগাল বিএনপি বেজা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই কর্মী সভার পরে যাচাই-বাছাই করে পর্তুগাল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। সেইসময়ে পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ আশাবাদ প্রকাশ করে জানান, নব নির্বাচিত নেতৃবৃন্দের সুযোগ্য নেতৃত্বে বেজা বিএনপি সু সংগঠিত হয়ে পর্তুগাল বিএনপির সাথে সক্রিয় ভাবে কাজ করবে।

উল্লেখ্য, মোহাম্মদ মারুফ সরকার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কালাম সরকারের পুত্র। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102