উত্তর বাংলা সংবাদ
২২ আক্টোবর, মঙ্গলবার, সন্ধায় নরসিংপুর ইউনিয়ন ট্রাস্ট ইউ কে এর এক সাধারণ সভা পূর্ব লন্ডনের এক অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইউ কে এর বিভিন্ন প্রান্ত থেকে ট্রাস্ট এর সদস্যরা সারা দিনের কাজ কর্ম শেষে সভাস্থলে জড়ো হতে থাকেন। ট্রাস্ট এর সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায় কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসেন তরূন প্রজন্মের ক্বারী আব্দুল বাসিত। ট্রাস্ট এর সভাপতি জহিরুল ইসলামের স্বাগতিক বক্তব্যের পরপরই ট্রাস্ট এর বিগত দিনের কার্যাবলী নিয়ে আলোচনায় অংশ নেন প্রবীণ মুরব্বী, ট্রাস্ট এর শূভাকাঙখী মুক্তি যোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মাষ্টার নুরুল আমিন, আলহাজ নুরুল হক, কার্যকরী পরিষদের সদস্য ব্যারিস্টার রফিক আহমদ, মাহবুবুর রহমান সেলিম,কবির উদ্দিন সানি, আব্দুল হারিস ও তাহাজ্জুদ মিয়া। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কাওসার আহমদ, তাজ উদ্দিন এবং নতুন সদস্য জুনায়েদ আহমদ ও আব্দুর রহমান। নাশিদ পরিবেশন করেন ট্রাস্ট এর সহ সভাপতি ক্বারী আব্দুল সালাম। ট্রাস্ট ফাইন্যান্স সেক্রেটারি সাইফুর রহমানের বিগত দুই বছরের আর্থিক রিপোর্ট শুনানির পর প্রশ্নোত্তর পর্বে অত্যন্ত সাবলীল ভাষায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি জহিরুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান ও ট্রেজারার সাইফুর রহমান কে স্বপদে বহাল থেকে পরবর্তী দুই বছর কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রস্তাব গৃহীত হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠনের পরামর্শ দেয়া হয়।
উক্ত সভায় বাংলাদেশ থেকে আগত জুনায়েদ আহমদ ও আব্দুর রহমানকে নতুন সদস্য হিসাবে বরণ করা হয়।
সবশেষে সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারার তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং রাতের ভোজনের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপ্তি ঘটে।