স্টাফ রিপোর্টারঃ–
ছাতকে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব (১৭) বালক) ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ছাতক শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
এ ফাইন্যাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উত্তর খুরমা ইউনিয়ন ফুটবল টিম ও ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন ফুটবল টিমের মধ্যে অনুষ্ঠিত ফাইন্যাল প্রতিযোগিতায় ৪-০ গোলে উত্তর খুরমা ইউনিয়ন ফুটবল টিম জয় লাভ করেছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন,ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত আরিফ আহমেদ,ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি লাল মিয়া,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমদ প্রমুখ।
প্রতিযোগিতায় উপজেলার ১৩ ইউনিয়নের ১৩টি টিম ও পৌর সভার একটি টিম অংশ গ্রহণ করেছে। শুক্রবার বিকেলে ফাইন্যাল প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ টিমের মধ্যে পুরস্কার (ট্রফি) তুলে দেন মুহিবুর রহমান মানিক এমপি।
এ সময় সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির,মুহিবুর রহমান মানিক এমপি”র সহধর্মিনী শামিমা ফেরদৌস লুনা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম,শিক্ষক দেলোয়ার হোসেন,হেলালুল ইসলাম,ইউপি সদস্য আজাদ মিয়া,আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল,মোশাহিদ আলী,নজমুল হোসেন, হাজী জয়নাল আবেদিন,শওকত জামিল,আজিজুর রহমান,বদর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইন্যাল ম্যাচ পরিচালনা করেছেন সৈয়দ আহমদ লেচু, জুমলাদ আহমদ,সাহেব আলী,আব্দুস সোবহান। ধারাভাষ্যে ছিলেন পাবেল আহমদ।