জুয়েল মাহমুদ উজ্জল//সিনিঃ সহঃ সম্পাদক
বিবার (২৬ জানুয়ারি’২৫ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মিরপুর থানা এর নেতৃত্বে মিরপুর থানা এর দুইটি দল অভিযান পরিচালনা করেন।
১। মিরপুর জিআর-২৭৫/২১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ ইয়াছিন শেখ, পিতা-মোঃ আঃ লতিফ, গ্রাম-খন্দকবাড়ীয়া,
২। অর্থজারী-০২/২০২২(সাজা) এর সাজা ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ সিরাজুল ইসলাম, পিতা-মৃত বাদশা মন্ডল, গ্রাম-দূর্গাপুর,
৩। মিরপুর সিআর-৩৪২/২১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ এনামুল হক, পিতা-মৃত মনছের আলী, গ্রাম-কৃষ্ণপুর (রাস্তাপাড়া) এবং
৪। ভেড়ামারা সিআর-২৯/২১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ উজ্জল হোসেন, পিতা-মোঃ লিয়াকত আলী, গ্রাম-কালিকাপুর, পোঃ- ধুবইল, সর্ব থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।