ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার আহমেদ।
বুধবার (২২শে আগস্ট) দুপুরে ফেঞ্চুগঞ্জ কলেজ রোড এলাকায় ছাত্রলীগের একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামীলীগের ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষে থেকে রক্তজমাট অবস্থায় ছাত্রলীগ নেতা কাওছার কে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতবিক্ষত অবস্থায় দেখা যায়। কর্তব্যরত চিকিৎসক জানান শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরিপূর্ণ সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।
এছাড়াও সংঘর্ষে ছাত্রলীগের সদস্য আরাফাত হোসেন জসিম, দীপ ভৌমিক ,জিসান আহমদ ও আর কয়েকজন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন|
এদিকে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। রাজনৈতিক সহিংসতা সমাজ ও শিক্ষাঙ্গনে আতঙ্কের সৃষ্টি করছে। ছাত্ররাজনীতি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হওয়ার কথা থাকলেও এই ধরনের হামলা তার বিপরীত চিত্র তুলে ধরছে। সাধারণ জনগণ এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সততা নিশ্চিত করে বলেন আমরা অভিযোগ পেয়েছি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।