দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, আহত-৩
জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
দৌলতপুরে জমি সংক্রান্ত জের ধরে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (৭২) ও তার পরিবারের সদস্যের উপর অতর্কিত হামলা চালায়,এতে আহত হয়েছেন ৩ জন। গত ২৫ মার্চ দৌলতপুর উপজেলা বাগোয়ান পাড়ার টেনশোন মোড়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন দৌলতপুর থানায় আনোয়ার হোসেন, নামাজ আলী, মুস্তাক, বাচ্চু, হাসিব, হামিদুল, সদু, সাকিব হোসেন, নামধারী হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ শে মার্চ রাতে উপরোক্ত অভিযুক্তরা পূর্ব শত্রুতার জের ধরে হাতে অস্ত্র নিয়ে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ীতে প্রবেশ করে এবং বাড়ীর দরজা জানালা ও আসবাবপত্র সহ দুটি বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। আনুমানিক ৭০,০০০ হাজার টাকা ক্ষতি সাধন করে বলে অভিযোগ করে।
অভিযোগে আরও জানা যায় এ ঘটনা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন নিষেধ করলে তাকে এবং তার পরিবার সদস্যদের ১। মোঃ আনোয়ার হোসেন (৩৬), পিতা-ফজর আলী, ২। মোঃ নমাজ আলী (৪০), পিতা-মৃত মোসাকরার, (৩১) মোঃ মুস্তাক (৫০), পিতা- মৃত জালাল মন্ডল, ৪। মো: বাচ্চু (৩০), পিতা- মৃত মুন্না ৫। মোঃ হাসিব (৩৪), পিতা মৃত জালাল ৬। মোঃ হামিদুল (৩০), পিতা মৃত ইনছান মন্ডল, ৭। মোঃ সদু (৪৫), পিতা-মৃত মোসলেম, ৮। মোঃ সাকিব হোসেন (২২), পিতা-মোঃ সর্বসাং- বাগানপাড়া টেনশোন মোড়), ইউপি-মধুরাপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের খুন হুমকি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঐ মুক্তিযোদ্ধার পরিবার মারাত্মক আহত হয়ে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বলেন জন্ম থেকে আমার ফ্যামিলী আওয়ামীলীগের সাথে সংযুক্ত আছে এবং প্রতিনিয়ত গ্রামে কিছু বিএনপি নামক কিছু সন্ত্রাসী বাহিনী তার বাড়ীতে অর্তিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া দৌলতপুর থানায় একাধিক মামলা করলেও তার কোন সুরাহ পায়নি আজও।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।