জুয়েল মাহমুদ উজ্জল,পরিচালক (উত্তরবাংলা) সংবাদ।
কুষ্টিয়ায় বাজার মনিটরিং, দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া জেলার টাস্কফোর্স কর্তৃক ২১/১০/২৪ তারিখ সোমবার সকাল ৮ঃ০০ ঘটিকা থেকে দুপুর ১২ঃ০০ ঘটিকা পর্যন্ত পৌরসভার কাচা বাজার এলাকার মার্কেটে কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এতে অতিরিক্ত মূল্য আরোপ করায় ৭ জন ফল, মুরগী,ও ডিম ব্যবসায়ীকে জরিমানা।
অভিযানে পৌরসভার কাচা বাজারের সবজি বিক্রেতাদের মধ্যে আড়তদার, ফড়িয়া, পাইকারী ও খুচরা বিক্রেতাদের কারসাজির বিষয়টি দৃশ্যমান হয়। ক্রয় ও বিক্রয় রশিদ এর ব্যবহার নেই। বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো ব্যবসা পরিচালনা করছেন। একে অপরকে দোষারোপ ছাড়া ভিন্ন কোন বক্তব্য পাওয়া যায়নি।
টাস্কফোর্সের অভিযানে সকল ব্যবসায়ীকে ক্রয় ও বিক্রয় রশিদ সংগ্রহ ও সরবরাহ করতে নির্দেশনা দেয়া হয়। মূল্য তালিকা টানানোর জন্যে কঠোর নির্দেশনা দেয়া হয় এবং ব্যত্যয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে সুনির্দিষ্টভাবে বলা হয়।
পাশাপাশি বাজার কমিটিকে নির্দিষ্ট বাজারমূল্যে পণ্য বিক্রয়ের জন্যে সাইনবোর্ড লাগানোর জন্যে ও সকলকে এ বিষয়ে সতর্ক করার জন্যে নির্দেশ প্রদান করা হয়।
অতি মুনাফালোভী ও বাজার অস্থিতিশীলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান কুষ্টিয়া জেলার গঠিত টাস্কফোর্স এর বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।