শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

পাঁচবিবি এক বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ।।

মোঃ জুয়েল মাহমুদ উজ্জল, পরিচালক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩২ Time View

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ

পাঁচবিবির এক বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ঘটনাটি ঘটেছে উপজেলার আওলাই ইউনিয়নের শন্তাদিগর গ্রামের ডোলপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র শহিদুল ইসলামের বসতবাড়িতে।

ঘটনার সংবাদ পেয়ে সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা জানান, কালাই উপজেলার বলিগ্রাম মৌজার সিএস ৪২ খতিয়ানভুক্ত সাবেক ৫৯৭ দাগের ৩.৪১ শতক সম্পত্তি তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। প্রতিপক্ষরা ৪৩/০২ অন্য মোকদ্দমায় যে রায় পেয়েছিল তার বিপরীতে তারা ১৮/২০১২ (অন্য) নং মামলায় জয়পুরহাট সহকারি জজ আদালত কালাই থেকে তারা ইতিমধ্যে ৩.৪১ একর কাত ১.০৩ একর সম্পত্তির আংশিক ডিগ্রী পেয়েছেন। এরপরেও পরিপূর্ণ সম্পত্তি ফিরে পাওয়ার জন্য উক্ত কোর্টে মোকর্দ্দমা নং-৮০/২৩ (অন্য) মামলা করেছেন। যা অদ্যবধি চলমান রয়েছে। দেশের পট পরিবর্তনের সুযোগ নিয়ে গত পরশু অনুমান সাড়ে ১১ টায় দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের মৃত ছবির আলী ফকির এর পুত্র সাইদুল (৪৫), জহুরুল ইসলাম (৪২), ইসমাইল হোসেন (৫৪), আনোয়ার হোসেন (৩২), আব্দুল গফুর (৩৫), মৃত খোরশেদ আলীর পুত্র জয়নাল আবেদীন (২৮), আইনুল হক (২৫), আউয়াল ফকির (২২), সাইদুর রহমান ফকিরের পুত্র ইলিয়াস ফকির (২৫), আনোয়ারের পুত্র আব্দুল্লাহ (১৭), জহুরুল ইসলামের পুত্র জাহিদ হোসেন (২৬) সহ ২০/২৫ জনের সংঘবদ্ধ দল তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ির মাটির দেওয়াল ভেঙ্গে প্রবেশ করে বাড়ির আসবাবপত্র টিন, দরজা, জানালা ভাংচুর করে চলে যায়। পরেরদিন আবারও সকাল অনুমান ১০ টার দিকে ঐ সংঘবদ্ধ দল বসতবাড়িতে হামলা চালিয়ে পুনরায় বাড়িঘর সম্পূর্ণরূপে ভাংচুর করে বাড়ির আসবাবপত্র সহ ঘরের টিনের চালার টিন লুটপাট করে নিয়ে যায় এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করে চলে যায়। ঘটনাস্থল পরিদর্শনকালে বসতঘর ভাংচুর ও ঘরের টিনের আলামত দেখতে পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রতিপক্ষদের সাথে কথা বললে প্রতিপক্ষ আনোয়ার হোসেন সহ তার ভাই, ভাতিজা ও উপস্থিত মহিলা সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, বিবাদমান সম্পত্তিতে ১ একর ৩ শতক জমির আংশিক ডিগ্রী শহিদুল ইসলামরা পাইলেও আমরা আমাদের সম্পত্তি আগে বুঝে নিব। তাই তাদের ঘর অপসারণ করেছি। ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে অবস্থিত আর্মি ক্যাম্পের অধিনায়ক, ৩৯ বীর বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা চলছে।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102