কুষ্টিয়া অফিসঃ
কুষ্টিয়ার খোকসায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী সহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। ৩১ মে সকালে ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় খোকসা থানায় ১৪ জন আসামিসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার রাতে মামলার ৪ নাম্বার আসামিকে আটক করেছেন থানা পুলিশ।
আহত হয়েছেন ওসমানপুর ইউনিয়ন এর রায়পুর গ্রামের জামাল মন্ডল, ছেলে সবুজ মন্ডল ও স্বপন মন্ডল এবং স্ত্রী মালেকা বেগম।
জানা যায়, ৩১ মে সকালে ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আহসান হাবিব, সায়েদ মোহাম্মদ, আব্দুল হক ও আমজাদ সহ ১৫/২০ জন আমজাদ মন্ডলের বাড়ি সংলগ্ন জমি দখলের উদ্দেশ্য বাঁশের খুঁটি পুঁততে গেলে আমজাদ মন্ডলের ছেলে সবুজ মন্ডল বাধা সৃষ্টি করে। এসময় হামলাকারীরা সবুজের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করলে তার মা মালেকা ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন। হামলাকারীরা মালেকার মাথায় আঘাত করে মারাত্মক আহত করে। এসময় হামলাকারীরা জামাল মন্ডল ও তার ছোট ছেলে স্বপন মন্ডলকেও পিটিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং মালেকার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদরে রেফার্ড করা হয়। হামলার এই ঘটনার ১ মিনিট ৪ সেকেন্ডের ভিডিও ফেসবুকে আপলোড করলে মুহুর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পরে এবং বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর হয়। পরবর্তীতে সবুজ মন্ডল খোকসা থানায় ১৪ জনকে আসামীসহ ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এবং রোববার রাত ৯ টার দিকে ওসমানপুর ইউনিয়নের বীট অফিসার এএসআই সোহেল মামলার ৪ নাম্বার আসামি আমজাদকে আটক করেন।
খোকসা থানার ওসি আন-নূর যায়েদ জানান, এই ঘটনায় খোকসা থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। এবং বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।