জুয়েল মাহমুদ উজ্জল, পরিচালক উত্তরবাংলা সংবাদ।
কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। গত ৫ আগস্ট শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কতিপয় দুষ্কৃতকারী কুষ্টিয়া মডেল থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় কিছু দুষ্কৃতকারীরা থানা থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানা পুলিশ এর বিশেষ অভিযানে ০৯ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ সকাল ১০:৪৫ মিনিটে কুষ্টিয়া মডেল থানাধীন কুষ্টিয়া-ত্রিমোহনী গামী পাকা রাস্তার পাশে জুগিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের বিপরীত দিকে দৈনিক সাগরখালী পত্রিকা অফিসের সামনে থেকে উদ্ধার করা হয়।
সেখানে থাকা সিমেন্টের তৈরি রিং এর মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় কাঠের বাট বিহীন ০১ টি চায়নিজ রাইফেল উদ্ধার করে। যার ফায়ার ম্যাকানিজম, ম্যাগাজিন ও অস্ত্রের বডি পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।